• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা শ্রাবণ ১৪৩২ রাত ০৯:০৭:২৩ (19-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা শ্রাবণ ১৪৩২ রাত ০৯:০৭:২৩ (19-Jul-2025)
  • - ৩৩° সে:

ব্যবসা-বাণিজ্য

ট্রাম্প ব্র্যান্ডের নতুন পারফিউম ভিক্ট্রি

৫ জুলাই ২০২৫ সকাল ১০:৫৬:১৭

ট্রাম্প ব্র্যান্ডের নতুন পারফিউম ভিক্ট্রি

আন্তর্জাতিক ডেস্ক: এবার প্রসাধনী ব্র্যান্ডের নতুন সুগন্ধি বাজারে আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিক্ট্রি নামের এই পারফিউমকে জয়, শক্তি ও সাফল্যের প্রতীক বলে আখ্যা দিয়েছেন তিনি। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ তথ্য দেন।

ট্রাম্প ব্র্যান্ডের নতুন পারফিউম এবং কোলনের নাম ‘ভিক্টরি ৪৫-৪৭’। নতুন সুগন্ধির প্রচারণায় আকর্ষণীয় ট্যাগ লাইন ব্যবহার করেছেন তিনি। বলেছেন, যে নারী-পুরুষেরা জীবনে জয়ী হতে চায় তাদের ব্যবহারের জন্যই এই সুগন্ধি। কেননা ট্রাম্প ব্র্যান্ডের নতুন পারফিউম জয়, শক্তি ও সাফল্যের প্রতীক।

সুগন্ধি ব্র্যান্ড শানেল নাম্বার ফাইভের মতোই ব্যয়বহুল ট্রাম্প ব্রান্ডের এই পারফিউম। গ্রাহকরা তাদের সংগ্রহে ‘ভিক্টরি ৪৫-৪৭’ রাখতে চাইলে গুণতে হবে ২৪৯ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৩০ হাজার ৩শ’ ৭০ টাকা।

এর আগে গত বছরের ডিসেম্বরে আরেকটি সুগন্ধি বাজারে এনেছিলেন ট্রাম্প। ‘যুদ্ধ! যুদ্ধ! যুদ্ধ!’ নামের পারফিউমটির দাম ছিল ১৯৯ ডলার। শুধু সুগন্ধি নয়, ট্রাম্প ব্র্যান্ডের অন্যান্য বিলাসী পণ্যের তালিকায় রয়েছে ৬৯ দশমিক ৯৯ ডলারের ‘গড ব্লেস দ্য ইউএসএ’ বাইবেল এবং ২৯৯ ডলারের ‘ট্রাম্প ল্যান্ডস্লাইড’ বুটস।

প্রেসিডেন্ট হওয়ার আগে পারিবারিকভাবেই বড় ব্যবসায়ী ছিলেন ডোনাল্ড ট্রাম্প। দক্ষ বিজনেসম্যান যুক্তরাষ্ট্রের শীর্ষ পদে আসিনের পরও বাড়িয়ে চলেছেন নিজের বাণিজ্যিক সাম্রাজ্য। গত জুনে প্রকাশিত এক আর্থিক বিবরণী অনুযায়ী, নিজ নামের ব্র্যান্ডের স্নিকার্স ও সুগন্ধি বিক্রি করে গত বছর ২৫ লাখ ডলার আয় করেছেন ট্রাম্প।

শুধু তাই নয়, ট্রাম্প কারেন্সি, গলফ ক্লাব ও লাইসেন্সিং ব্যবসা থেকে কেবল গেলো মাসেই নিজের ভাণ্ডারে জমা করেছেন ৬ হাজার লাখ ডলার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

প্রযোজনায় এহসানুল হক বাবুর পথচলা
১৯ জুলাই ২০২৫ রাত ০৮:৫৫:২৭



শ্রীপুরে পৌর বিএনপি কর্মী সমাবেশ
১৯ জুলাই ২০২৫ রাত ০৮:২৭:২৯


নারায়ণগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত ৩ জন
১৯ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:১২:২০