লালমনিরহাট প্রতিনিধি: সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল।
১৫ জুলাই মঙ্গলবার বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। স্বেচ্ছাসেবক দলের শত শত নেতাকর্মী মিছিলে যোগদান করেন।
মিছিলে নেতৃত্ব দেন লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সাত্তার ও সদস্য সচিব মিঠুন সরকার মিঠু। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. এরশাদুল হক আসাদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাইদুল ইসলাম মন্ডলসহ বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।
নেতারা তাদের বক্তব্যে বলেন, ‘রাষ্ট্রবিরোধী একটি মহল পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। প্রশাসনের নিরব ভূমিকা দেশের মানুষের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে। এরই প্রতিবাদে আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি।’
তারা আরও বলেন, ‘বিএনপির ভাবমর্যাদা ক্ষুণ্ন করতে নানামুখী ষড়যন্ত্র চলছে, সামাজিক যোগাযোগমাধ্যমেও অপপ্রচার চালানো হচ্ছে। আমরা এ ধরনের নৈরাজ্য, ষড়যন্ত্র ও কণ্ঠরোধের প্রচেষ্টার তীব্র প্রতিবাদ জানাই।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available