সাজেদুল হক প্রান্ত: সিভিল আইন শিক্ষায় বিশেষ অবদান ও প্রশিক্ষণে অংশগ্রহণের স্বীকৃতি স্বরূপ ‘সম্মাননা স্মারক ২০২৫’ প্রদান করেছে সিভিল ‘ল’ ফাউন্ডেশন।
১৯ জুলাই শনিবার রাজধানীর ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত এ বিশেষ আয়োজনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত আইনজীবী, সাংবাদিক ও সার্ভেয়ারদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক ও সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জিয়াউর রহমান। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। এরপর একে একে প্রশিক্ষণে অংশ নেওয়া অতিথিদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়।
কর্মশালায় অংশ নেওয়া আইনজীবীরা জানান, তারা সিভিল ল’ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে জমিজমা সংক্রান্ত আইন সম্পর্কে বাস্তবভিত্তিক ও প্রয়োজনীয় অনেক কিছু শিখেছেন।
অনেকে বলেন, তারা এখন এসব মামলার জটিলতা সহজে বুঝতে ও সমাধান করতে পারছেন।
সিভিল 'ল' ফাউন্ডেশনের পরিচালক অ্যাডভোকেট জিয়াউর রহমান বলেন, ‘দেশে অনেক সিনিয়র আইনজীবী রয়েছেন যারা সুপ্রিম কোর্টে নিয়মিত প্র্যাকটিস করলেও সিভিল মামলা পরিচালনায় আগ্রহী নন। এর অন্যতম কারণ হলো বিষয়টি জটিল মনে করা ও সঠিক প্রশিক্ষণের অভাব। আমাদের লক্ষ্য হচ্ছে এই জটিলতাকে সরল করে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।’
তিনি আরও বলেন, ‘আইনজীবী কিংবা সার্ভেয়ার নয়, দেশের প্রতিটি মানুষেরই জমিজমা সংক্রান্ত আইনি জ্ঞান থাকা দরকার। তাই আমরা ফাউন্ডেশন থেকে হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে এই শিক্ষাকে সবার মাঝে ছড়িয়ে দিতে চাই।’
তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘এই ধরনের মহৎ উদ্যোগ যেন দেশের আনাচে-কানাচে পৌঁছে দেওয়া যায়, সে জন্য গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। আইন সম্পর্কে বিভ্রান্তি দূর করতে আইনকে ভালোভাবে জানার বিকল্প নেই।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের আইনজীবী ইকবাল হোসেন, দৈনিক সরেজমিন বার্তার বার্তা সম্পাদক ও আইনজীবী মাসুম বিল্লাহ, জর্জ কোর্টের আইনজীবী এ এস এম হাবিবুর রহমান, আইনজীবী মো. হান্নান, সার্ভেয়ার এ.কে.এম নাঈম, আইনজীবী তামান্না আক্তার প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available