• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা শ্রাবণ ১৪৩২ রাত ১০:১২:১৯ (19-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা শ্রাবণ ১৪৩২ রাত ১০:১২:১৯ (19-Jul-2025)
  • - ৩৩° সে:

রাজনীতি

কক্সবাজারে পৌঁছেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা, নিরাপত্তা জোরদার

১৯ জুলাই ২০২৫ বিকাল ০৩:২৩:২৩

কক্সবাজারে পৌঁছেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা, নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইতোমধ্যে শহরে পৌঁছেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।

১৯ জুলাই শনিবার বিকেল ৩টায় সমাবেশ শুরুর কথা রয়েছে। দুপুর ১টার দিকে নেতারা কক্সবাজারে পৌঁছান। এর মধ্যে একটি হোটেলে উঠেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।

খোঁজ নিয়ে জানা যায়, কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এছাড়া রিংরোড, টার্মিনাল, কলাতলীসহ শহরের গুরুত্বপূর্ণ জায়গায় র‍্যাব, সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

শহরের শহীদ দৌলত ময়দানে সমাবেশের মঞ্চ প্রস্তুত করা হয়েছে। সেখানে দলটির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত আছেন। তারা জাতীয় নেতাদের অপেক্ষায় আছেন।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন চৌধুরী বলেন, এনসিপির সমাবেশ ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, র‍্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সুজাউদ্দিন বলেন, আমাদের সব প্রস্তুতি শেষ। কেন্দ্রীয় নেতারা কক্সবাজারে পৌঁছেছেন। বিকেলে তারা সমাবেশে ভাষণ দেবেন। এসময় তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, এটি গোপালগঞ্জ নয়, এটি কক্সবাজার। এখানে গোপালগঞ্জের হিসাব মাথায় যেন না আসে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



প্রযোজনায় এহসানুল হক বাবুর পথচলা
১৯ জুলাই ২০২৫ রাত ০৮:৫৫:২৭



শ্রীপুরে পৌর বিএনপি কর্মী সমাবেশ
১৯ জুলাই ২০২৫ রাত ০৮:২৭:২৯


নারায়ণগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত ৩ জন
১৯ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:১২:২০