নিজস্ব প্রতিবেদক: দেশের মানুষ গণতন্ত্রের মুক্তির জন্য সকল নির্যাতন ও অন্যায়–অবিচার উপেক্ষা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে আছেন বলে মন্তব্য করেছেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য গোলম আকবর খোন্দকার।
তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে কারো ষড়যন্ত্রই সফল হবে না। তিনি খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন, ফিরবেন বীরের বেশে।
১৮ জুলাই শুক্রবার বিকেলে জুলাই–আগস্ট গণঅভ্যুত্থ্যান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে গৃহীত ছয় দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে নাসিমন দলীয় কার্যালয়ে শহীদদের আত্মত্যাগে দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দোয়া মাহফিল শেষে কালো ব্যাজ ধারণ করে নাসিমন ভবন চত্বর থেকে গোলাম আকবর খোন্দকারের নেতৃত্বে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের মৌন মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
গোলাম আকবর খোন্দকার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠপুত্র তারুণ্যের অহংকার তারেক রহমান অত্যন্ত সুযোগ্য ও পরিপক্ব একজন বিচক্ষণ রাজনৈতিক নেতা। তিনি তার বাবার মতোই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেড়িয়েছেন মা, মাটি ও মানুষকে আপন করতে। এখন তিনি বিএনপিসহ দেশের গণতন্ত্রকামী সকল মানুষের মনে ভালোবাসার জায়গা করে নিয়েছেন। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ সফল হবে না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available