• ঢাকা
  • |
  • রবিবার ৫ই শ্রাবণ ১৪৩২ বিকাল ০৪:৪৩:০৩ (20-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৫ই শ্রাবণ ১৪৩২ বিকাল ০৪:৪৩:০৩ (20-Jul-2025)
  • - ৩৩° সে:

পঞ্চগড়ে দুর্লভ প্রজাতির নীলগাই উদ্ধার!

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ী এলাকা হতে একটি আহত দুর্লভ প্রজাতির নীলগাই উদ্ধার করেছে এলাকাবাসী। পরে গাইটিকে পঞ্চগড় বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়। গড়িনাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দীপু জানান, রোববার ইউয়িনের সর্দারপাড়া ঈদগাহ এলাকার ভূট্টা ক্ষেতের আশেপাশে ঘোরাফেরা করার সময় স্থানীয় লোকজন আহত অবস্থায় সেটিকে উদ্ধার করে।স্থানীয়রা জানায়, ৬-৭ দিন আগে নীলগাইটিকে এলাকায় দেখতে পায়। রোববার এটিকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ভারতের তারকাটা পাড় হওয়ার সময় হয়তো শরীরে আঘাত পায় প্রাণীটি অথবা জঙ্গলের অন্য প্রাণী দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে।পঞ্চগড় বন বিভাগের (এস এফ এনটিসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিপদ দেবনাথ জানান, নীল গাই বাংলাদেশে বিরল প্রাণী। এর আগে সদর উপজেলার চাকলাহাট সীমান্তে আরও একটি নীল গাই উদ্ধার করা হয়েছিল। এটি গড়িনাবাড়ী সীমান্তে পাওয়া যায়। এলাকাবাসী উদ্ধার করে আমাদের নিকট হস্তান্তর করে।প্রাথমিকভাবে মনে হচ্ছে জঙ্গলে ঘোরাফেরার কারণে শিয়াল অথবা অন্য প্রাণী এটিকে আঘাত করে। ফলে আহত হয়। আমাদের বন বিভাগে প্রাণী সম্পদ অফিসের চিকিৎসকগণ চিকিৎসা দিচ্ছে। আশা রাখি সুস্থ হলে আগেরটির মতো এটিকেও সাফারি পার্কে পাঠানো হবে।তিনি আরও জানান, নীলগাইটি ফিমেল বা মাদী প্রাণী।