• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা শ্রাবণ ১৪৩২ সকাল ১১:০৫:৩৪ (19-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা শ্রাবণ ১৪৩২ সকাল ১১:০৫:৩৪ (19-Jul-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ভোটে আগ্রহ নেই সিলেটের কারাবন্দিদের

৩ জানুয়ারী ২০২৪ বিকাল ০৩:২৪:১৯

ভোটে আগ্রহ নেই সিলেটের কারাবন্দিদের

সিলেট প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোটে অংশ নিতে আগ্রহ দেখাননি সিলেট কেন্দ্রীয় কারাগারের ৪ হাজার ১২৫ জন বন্দির কেউ। প্রতিবারের মতো এবারও কারাবন্দিদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু নির্দিষ্ট সময়ে কোনো বন্দিই পোস্টাল ব্যালটে ভোট দিতে আবেদন করেননি।

এ তথ্য নিশ্চিত করেছেন কারা উপ-মহাপরিদর্শক মো. ছগির মিয়া।

সিলেট কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, বর্তমানে সিলেট কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি আছে ৪ হাজার ১২৫ জন। এর মধ্যে পুরুষ ৪ হাজার ৮ জন ও মহিলা ১১৭ জন বন্দি রয়েছেন। প্রতিদিনই বন্দি সংখ্যা বাড়া-কমার মধ্য দিয়েই চলছে।

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চ. দা.) হালিমা খাতুন বলেন, আমরা বিষয়টি কারা বন্দিদের জানিয়েছি, কিন্তু কেউ আগ্রহ প্রকাশ করেননি। এ কারাগার থেকে কোনো বন্দি পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছে না।

সিলেট কেন্দ্রীয় কারাগারের ডিআইজি প্রিজন মো. ছগির মিয়া বলেন, ৪ হাজার ১২৫ জন বন্দি রয়েছেন। যারা ভোটার তাদের ভোট দেওয়ার ব্যবস্থাও আছে। কিছু নিয়মকানুন মেনে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করতে হয়। আমরা কারাগারে বন্দিদের জানিয়েছিলাম, কিন্তু তাদের মধ্য থেকে কেউ আবেদন করেননি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঢাকার আকাশ মেঘলাসহ থাকবে ভ্যাপসা গরম
১৯ জুলাই ২০২৫ সকাল ১১:০৪:৩০




ছাতকে ভারতীয় চোরাই পণ্যসহ ৩জন আটক
১৯ জুলাই ২০২৫ সকাল ১০:২৪:৫৯