• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা শ্রাবণ ১৪৩২ বিকাল ০৪:৫২:১১ (17-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা শ্রাবণ ১৪৩২ বিকাল ০৪:৫২:১১ (17-Jul-2025)
  • - ৩৩° সে:

খেলা

নিউজিল্যান্ডকে নিজেদের মাটিতে হারিয়ে ওয়ানডে জিতলো বাংলাদেশ

২৩ ডিসেম্বর ২০২৩ সকাল ০৮:৩২:৫৮

নিউজিল্যান্ডকে নিজেদের মাটিতে হারিয়ে ওয়ানডে জিতলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: এর আগে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতলেও সীমিত ওভারে (ওয়ানডে বা টি-টোয়েন্টি) কখনো জয় দেখেনি বাংলাদেশ ক্রিকেট দল। অবশেষে সেই জয় ধরা দিলো ওয়ানডে ফরম্যাটে। কিউইদের মাত্র ৯৮ রানে গুটিয়ে দিয়ে ৯ উইকেট আর ২০৯ বল হাতে রেখে জিতেছে নাজমুল হোসেন শান্তর দল। এতে সফরকারীরা তিন ম্যাচ সিরিজ শেষ করেছে ২-১ ব্যবধানে হেরে।

ছোট রান তাড়ায় সৌম্য সরকার আর এনামুল হক বিজয় আত্মবিশ্বাসী শুরু করেন। তবে তারা ১৫ রান তোলার পর সৌম্যকে ফিরতে হয়।

এরপর মারমুখী ব্যাটিং শুরু করেন বিজয় আর নাজমুল হোসেন শান্ত। ৫০ বলের জুটিতে ৬৯ রান তুলে তারা জয় বলতে গেলে নিশ্চিত করে ফেলেন। জয় থেকে ১৫ রান দূরে থাকতে খোঁচা মেরে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে আসেন বিজয়। ৩৩ বলে ৩৭ রানের ইনিংসে ৭টি বাউন্ডারি হাঁকান তিনি।

অধিনায়ক শান্ত জয়সূচক রান নেওয়ার পাশাপাশি ফিফটিও পূরণ করেন। ৪২ বলে ৮ চারের সাহায্যে ৫১ রানে অপরাজিত থাকেন তিনি। ১ রানে অপরাজিত ছিলেন লিটন দাস।

বোলাররাই জেতার অর্ধেক কাজ সেরে রেখেছিলেন। তানজিম সাকিব, শরিফুল ইসলাম, সৌম্য সরকারদের তোপে ৩১.৪ ওভারে ৯৮ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে এটিই তাদের সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ড।

সিরিজ হাতছাড়া হয়ে গিয়েছিল আগেই। আদতে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেটি কেবল আনুষ্ঠানিকতার। তবে বাংলাদেশের জন্য এই ম্যাচটি ছিল অনেকদিক দিয়ে গুরুত্ববহ। হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোই শুধু নয়, ইতিহাস গড়ার হাতছানিও ছিল! সেটিই করে দেখিয়েছে টাইগাররা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বনবিভাগের অভিযানে হরিণের মাংসসহ আটক ২
১৭ জুলাই ২০২৫ বিকাল ০৪:১৬:৩৮



গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ২০
১৭ জুলাই ২০২৫ বিকাল ০৩:৫৭:১৮


লংগদুতে ইফার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
১৭ জুলাই ২০২৫ বিকাল ০৩:৪৪:৪৭