• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা শ্রাবণ ১৪৩২ দুপুর ০১:৩১:১১ (17-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা শ্রাবণ ১৪৩২ দুপুর ০১:৩১:১১ (17-Jul-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শীতবস্ত্র নিয়ে শীতার্তদের দ্বারে দ্বারে খানসামার ইউএনও

১৭ জানুয়ারী ২০২৪ দুপুর ১২:৪৮:২৫

শীতবস্ত্র নিয়ে শীতার্তদের দ্বারে দ্বারে খানসামার ইউএনও

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় কনকনে শীতে চরম বিপাকে পড়েছেন উপজেলার গরিব-অসহায় শীতার্ত মানুষ। এই শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন সমাজের ছিন্নমূল মানুষেরা। গরিব-দুঃখী শীতার্ত মানুষের শীতের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকা ও প্রতিষ্ঠান ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল নিয়ে হাজির হচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তাজ উদ্দিন।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এ পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫০০ কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে নিয়ে হাট-বাজার, কয়েকটি আশ্রয়ণ প্রকল্প, মাদ্রাসা ও বিভিন্ন পাড়ার-মহল্লার ছিন্নমূল ও অসহায় শীতার্তদের মাঝে বিতরণ করছেন।

এরই মধ্যে গত ৬ দিন থেকে সূর্যের দেখা মিলেনি এর মাঝে দেখা গেছে জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো : তাজ উদ্দীন জানান, প্রধানমন্ত্রীর উষ্ণতার পরশ শীতবস্ত্র (কম্বল) নিয়ে  শীতার্ত ছিন্নমূল মানুষকে পৌঁছে দিয়েছি। শীতবস্ত্র গায়ে জড়িয়ে দিতেই তাদের হাসিটা প্রাণ কেড়ে নেয়। দু’হাত তুলে তারা  প্রার্থনা করেন সৃষ্টিকর্তার কাছে।

এ কম্বল বিতরণ চলমান থাকবে বলে উল্লেখ্য করে সমাজের বৃত্তবানদেরকে এসকল অসহায় শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ