• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা শ্রাবণ ১৪৩২ বিকাল ০৫:৩০:২৩ (17-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা শ্রাবণ ১৪৩২ বিকাল ০৫:৩০:২৩ (17-Jul-2025)
  • - ৩৩° সে:

জাতীয়

ব্যাগে ‘গুলির ম্যাগাজিন’, যা বললেন উপদেষ্টা আসিফ

৩০ জুন ২০২৫ সকাল ১১:৫৯:১১

ব্যাগে ‘গুলির ম্যাগাজিন’, যা বললেন উপদেষ্টা আসিফ

নিজস্ব প্রতিনিধি: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় ব্যাগে অস্ত্রের গুলি রাখার ম্যাগাজিন পাওয়ার ঘটনার ব্যাখ্যা দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

২৯ জুন রোববার রাতে দেওয়া ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘প্যাকিং করার সময় অস্ত্রসহ একটি ম্যাগাজিন বাসায় রেখে এলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগে থেকে যায়।’

আসিফ মাহমুদ লিখেন, ‘নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণ-অভ্যুত্থানের নেতৃত্বের ওপরে যেভাবে কয়েকদফা হত্যাচেষ্টা চালানো হয়েছে, তাতে রাখাটাই স্বাভাবিক। যখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্সড অস্ত্র রাখা।’

তিনি আরও লিখেছেন, ‘মরক্কোর মারাকেশে অনুষ্ঠিতব্য ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে’ অংশগ্রহণের জন্য আজ (রোববার) ভোর ৬টা ৫০ মিনিটে ফ্লাইট ছিল। ভোরে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটা ম্যাগাজিন রেখে আসলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগেই রয়ে যায়। যেটা স্ক্যানে শনাক্ত হওয়ার পর আমার প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করে আসি।’

দুঃখ প্রকাশ করে উপদেষ্টা বলেন, ‘বিষয়টি সম্পূর্ণ আনইন্টেনশনাল। শুধু ম্যাগাজিন দিয়ে আমি কী করব ভাই? ইন্টেনশন থাকলে অবশ্যই অস্ত্র রেখে আসতাম না। এখানে অবৈধ কিছু না থাকলেও অনেকের জন্যই এটা আলোচনার খোঁড়াক বটে।’

আসিফ মাহমুদ আরও বলেন, ‘চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এই ঘটনার পর আমি টিমসহ টানা ১০ ঘণ্টা ফ্লাইটে ছিলাম। ট্রানজিটে নেমেও দীর্ঘক্ষণ পর অনলাইনে এসে দেখতে পাচ্ছি যে এতকিছু ঘটেছে। নাগরিক হিসেবে আপনারও যদি নিরাপত্তা ঝুঁকি থাকে, যথাযথ নিয়ম ফলো করে আপনিও অস্ত্রের লাইসেন্স করতে পারেন।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সিলেটে ভারতীয় চোরাইপণ্যসহ আটক ৫
১৭ জুলাই ২০২৫ বিকাল ০৪:৫৬:৩০




বনবিভাগের অভিযানে হরিণের মাংসসহ আটক ২
১৭ জুলাই ২০২৫ বিকাল ০৪:১৬:৩৮



গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ২০
১৭ জুলাই ২০২৫ বিকাল ০৩:৫৭:১৮