সিলেট ব্যুরো: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক দু’টি অভিযানে চোরাইপণ্যবাহী ট্রাক, সিএনজি চালিত অটোরিকশাসহ ভারত থেকে চোরাই পথে আনা দেড় টন চুঁইঝাল আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে আরো পাঁচজনকে আটক করা হয়েছে।
১৭ জুলাই বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত মাহুত হাঁটি সংলগ্ন তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় পুলিশ।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান এ পৃথক দুটি অভিযানে পাঁচজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওইদিন রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক ওবায়দুল হাসানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স একটি নীল রঙের ট্রাক আটক করে তল্লাশি চালায়। পরে আটক ট্রাক হতে ১৫শ’ কেজি চুঁইঝাল জব্দ করে পুলিশ।
আটকরা হলেন গোয়াইনঘাট উপজেলার লুনি গ্রামের ইদ্রিস আলির পুত্র মো. রেজাউল করিম (২৪), বরিশাল জেলার মুলাদী থানার বাইল্লাতলী গ্রামের হাকিম মুন্সির পুত্র সিয়াম মুন্সি(২৪) ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার হুজিখা গ্রামের মৃত আবদুল লতিব তালুকদারের পুত্র মো. জিলানী (১৯), কুমিল্লা জেলার হোমনা থানার ঘাড়মোড়া গ্রামের মো. ফারুখের পুত্র মো. ফাহিম (১৭)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের সাথে থাকা চুঁইঝাল ভারত থেকে চোরাই পথে আনা বলে স্বীকার করে এবং তা যশোর নিয়ে যাওয়া হচ্ছিলো বলে জানায়।
পুলিশ জানায়, গাড়ি ও জব্দকৃত চুঁইঝালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লক্ষ টাকা সমপরিমাণ।
অপর এক অভিযানে সিএনজিচালিত অটোরিকশা চুরির সময় স্থানীয়দের সহায়তায় একজনকে আটক করেছে মডেল থানা পুলিশ। আটক হওয়া ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম (৩০)। সে উপজেলার চারিকাঠা ইউনিয়নের অন্তর্ভুক্ত পশ্চিম রামপ্রসাদ গ্রামের কামাল উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই বুধবার চারিকাঠা এলাকা হতে একটি সিএনজি চালিত অটোরিকশা চুরির সময় স্থানীয় জনতা জাহাঙ্গীরকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চুরির ঘটনায় জড়িত থাকায় জাহাঙ্গীরকে আটক করে। এ সময় তার নিকট হতে একটি পানির পাম্প ও পাম্প চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পাম্পটি চুরি করে নিয়ে আসার কথা স্বীকার করেছে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, চুঁইঝাল পাচারের ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। এদিকে সিএনজি চালিত অটোরিকশার মালিকের করা মামলায় অপর আসামিকে গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ পাহারায় আটক পাঁচজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available