কুমিল্লা প্রতিনিধি: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৭ জুলাই বৃহস্পতিবার দুপুরে নগরীর কান্দিরপাড় থেকে এই মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিল শেষে ভিক্টোরিয়া কলেজ মোড়ে জামায়াতের নেতাকর্মীরা একত্রিত হন। সেখানে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর নায়েবে আমীর মোসলে উদ্দিন বক্তব্য রাখেন।
মোসলে উদ্দিন তার বক্তব্যে বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। গণঅভ্যুত্থানের নায়ক নাহিদ, সারজিস ও হাসনাত আব্দুল্লাহকে ভুলে গেলে চলবে না। যারা শহীদ ও অঙ্গহানি হয়েছেন, তাদের জন্যই গণঅভ্যুত্থানের জন্ম হয়েছে।”
তিনি আরও বলেন, “বিগত ১৬ বছর স্বৈরাচার শেখ হাসিনার শাসন ব্যবস্থায় অন্যায়ভাবে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। দেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। গোপালগঞ্জের হামলা কোনোভাবেই মেনে নেওয়া উচিত নয়। হাজার হাজার ছাত্র জনতার মাধ্যমে নতুন বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।” হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর নায়েবে আমীর মোসলে উদ্দিন, মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক এমদাদুল হক মামুন, মহানগরীর সেক্রেটারি মুহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি কাজী নজির আহমেদসহ মহানগরীর অন্যান্য নেতৃবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available