• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা শ্রাবণ ১৪৩২ বিকাল ০৫:১৬:১৭ (17-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা শ্রাবণ ১৪৩২ বিকাল ০৫:১৬:১৭ (17-Jul-2025)
  • - ৩৩° সে:

স্বাস্থ্য ও চিকিৎসা

সরকারি স্বাস্থ্যকেন্দ্রে রোগী দেখেন ফার্মাসিস্ট, সন্ধ্যায় প্রাইভেট চেম্বারও করেন

৬ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:০৩:৪৮

সরকারি স্বাস্থ্যকেন্দ্রে রোগী দেখেন ফার্মাসিস্ট, সন্ধ্যায় প্রাইভেট চেম্বারও করেন

স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুর শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজেন্দ্রপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট নাজমুল হোসেন এমবিবিএস ডাক্তার পাস না করেও  দীর্ঘ ৬ বছর ধরে সকল রোগের চিকিৎসা করে রোগীদের পকেট কাটছেন ডাক্তার হিসেবে। সরকারি সিলও ব্যবহার করছেন। ডাক্তার না হয়েও রাজেন্দ্রপুর বাজারে খান ফার্মেসিতে চেম্বার খুলে নিয়মিত দেখেন রোগী ও দিয়ে থাকেন ব্যবস্থাপত্র। ফার্মাসিস্ট হলেও রাজেন্দ্রপুর বাজার এবং সরকারি হাসপাতালে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন ‘ফার্মাসিস মো. নাজমুল।’ রাজেন্দ্রপুর সরকারি উপস্বাস্থ্য কেন্দ্রে মেডিক্যাল অফিসার না থাকায় রোগী দেখার বিষয়টি জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

অনুসন্ধানে জানা গেছে, ফার্মাসিস্ট কোর্স করেই এমবিবিএস চিকিৎসকের মতো করছেন জটিল সব রোগের চিকিৎসা। রাজেন্দ্রপুর বাজারে খান ফার্মেসীর চেম্বারে গিয়ে দেখা যায়, বেশ কয়েকজন রোগী অপেক্ষায় রয়েছেন। যাদের ব্যবস্থাপত্র দিচ্ছেন ফার্মাসিস্ট মো. নাজমুল হোসেন। দেখছেন রোগীর পরীক্ষার রিপোর্টও।

সেখানে চিকিৎসা নিতে আসা এক রোগীর সাথে কথা বলে জানা যায়, জ্বর আর প্রচণ্ড গলা ব্যথার সমস্যা। তাই ফার্মাসিস্ট মো. নাজমুলকে দেখিয়েছেন। তিনি প্রথমে রক্ত পরীক্ষা করতে দিলেন। তারপর পরীক্ষার রিপোর্ট দেখে প্রেসক্রিপশন করে দিয়েছেন।

তিনি তো ডাক্তার নন, তিনি একজন ফার্মাসিস্ট। তার কাছে কেন চিকিৎসা নিচ্ছেন? এমন প্রশ্নের জবাবে নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমরা তাকে ডাক্তার বলেই জানি। তিনি ১০০ টাকা করে ভিজিট নেন।’

এ সময় নাম প্রকাশ না করার শর্তে আরও এক ব্যক্তি জানান, ‘ফার্মাসিস্ট নাজমুল তাদের বাজারের চেম্বারে থেকে রাত পর্যন্ত নিয়মিত রোগী দেখেন। তার বেশিরভাগ রোগী অশিক্ষিত-অসহায় মানুষ। ওই মানুষগুলোর অজ্ঞতাকে পুঁজি করে ডাক্তার না হয়েও তাদের কাছে ডাক্তার বাবু সেজেছেন। পাশের ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে সিন্ডিকেট তৈরি করে পরীক্ষা-নিরীক্ষার নামে তাদের থেকে হাতিয়ে নিচ্ছেন কমিশনের টাকা।’

তিনি আরও বলেন, ‘আশপাশের বেশিরভাগ এলাকার মানুষ মো. নাজমুল বাবুকে ডাক্তার হিসেবেই চেনেন। অথচ, তিনি সরকারি হাসপাতালের একজন ফার্মাসিস্ট। নামের আগে পদবি  লিখছেন ডাক্তার।’  

ফার্মাসিস্ট মো. নাজমুলের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে রোগী দেখে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন তিনি। তবে, অফিস সময়ে রোগী দেখে কোনো ভিজিট নেন না বলে দাবি করেন তিনি।

ফার্মাসিস্ট হয়ে রোগীর ব্যবস্থাপত্র দিতে পারেন কি না? এমন প্রশ্নের কোনো সঠিক উত্তর দিতে পারেননি তিনি। তবে কর্তৃপক্ষের আদেশেই বাড়িতে রোগীর চিকিৎসা দেওয়ার কথা জানান ফার্মাসিস্ট নাজমুল। তিনি আরও বলেন, আগে রোগী দেখতাম এখন দেখা বন্ধ, আমার পোস্টে যে ছিল সেও রোগী দেখছে। আমি রোগী দেখছি আমার অন্যায় হয়েছে, সিভিলসার্জনও জানে, টিএসও জানে, সবাই জানে।

নাজমুল এর কথার সূত্র ধরে কর্তৃপক্ষের আদেশে বাড়িতে চিকিৎসাসেবা দেওয়ার বিষিয়টি অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে জানা যায়, ২০১৯ সালের ১২ জুলাই তৎকলীন গাজীপুর জেলা সিভিল সার্জন স্বাক্ষরিত একটি পত্রে রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের রাজেন্দ্রপুর উপ-স্বাস্হ্য কেন্দ্রের রোগীদের চিকিৎসাসেবা প্রদানের নির্দেশ প্রদান করা হয়।

একজন ফার্মাসিস্টকে সরাসরি চিকিৎসাসেবার আদেশ দেওয়ার কোনো সুযোগ নেই বলে জানান স্বাস্থ্য সংশ্লিষ্টরা। শুধু তাই নয়, এর আইনগত বৈধতাও নেই। এছাড়া তাকে রাজবাড়ী ইউনিয়ন পরিষদের রাজেন্দ্রপুর উপ-স্বাস্হ্য কেন্দ্রের রোগীকে ঔষধ দেয়ার জন্য পারমিশন দেয়া ছিল। রাজাবাড়ী  ইউনিয়নের চেয়ারম্যান হাসিনা মমতাজ বলেন, আমি দায়িত্ব নেয়ার পর বিষয়টি অবগত ছিলাম না। এখন যেহেতু জানতে পেরেছি, আমি উপর মহলে কথা বলে বিষয়টি যত তাড়াতাড়ি সম্ভব এখানে একজন অভিজ্ঞ ডাক্তার নিয়োগের ব্যাপারে কথা বলবো।

গাজীপুর জেলা সিভিল সার্জন মোসা. মাহমুদা আক্তার, এমন বিষয় এর আগে কেউ আমাকে জানায়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন বলেন, ফার্মাসিস্টদের চিকিৎসাসেবা দেওয়ার কোনো সুযোগ নেই। ডাক্তার না হয়েও ব্যবস্থাপত্র দেওয়া এবং দীর্ঘদিন কর্মস্থলে আলাদা চেম্বার বিষয়টি থাকার বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সিলেটে ভারতীয় চোরাইপণ্যসহ আটক ৫
১৭ জুলাই ২০২৫ বিকাল ০৪:৫৬:৩০




বনবিভাগের অভিযানে হরিণের মাংসসহ আটক ২
১৭ জুলাই ২০২৫ বিকাল ০৪:১৬:৩৮



গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ২০
১৭ জুলাই ২০২৫ বিকাল ০৩:৫৭:১৮


লংগদুতে ইফার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
১৭ জুলাই ২০২৫ বিকাল ০৩:৪৪:৪৭