• ঢাকা
  • |
  • শুক্রবার ২রা শ্রাবণ ১৪৩২ ভোর ০৪:২৩:১১ (18-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২রা শ্রাবণ ১৪৩২ ভোর ০৪:২৩:১১ (18-Jul-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

জুলাই শহীদদের স্মরণে ইবি ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন

১৭ জুলাই ২০২৫ সকাল ১০:২৯:৩১

জুলাই শহীদদের স্মরণে ইবি ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন

ইবি প্রতিনিধি: জুলাই প্রথম শহীদ আবু সাঈদ-সহ ওয়াসিম, শান্ত, ফারুকের প্রথম মৃত্যু বার্ষিকীতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখা।

১৬ জুলাই বুধবার বিশ্বিবদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী, শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদসহ সংগঠনের নেতাকর্মীরা।

শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড.আব্দুল গফুর গাজী বলেন, ২৪ সালে আজকের দিনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ প্রথম শহীদ হয়েছিল। স্বাধীন বাংলাদেশের জন্য আজকের এই দিনটি গুরুত্বপূর্ণ। ২০১৪ সালে শেখ হাসিনা বিনা ভোটে সরকার গঠন করেছিল। ২০১৮ সালে দিনের ভোট রাতে নিয়ে এবং চব্বিশ সালে যেনতেনভাবে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছিল। ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের এই অগ্রযাত্রা যেন কোনভাবে ব্যাহত না হয় সেজন্য আমাদের সকলের সচেতন থাকতে হবে।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, ‘১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ তার আত্মত্যাগের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করেছিল। তার রক্ত আমরা বৃথা হতে দেব না।’

এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এয়াকুব আলী বলেন, ‘গত জুলাইয়ে যা হয়েছিল তা ছিল গণঅভ্যুত্থান। এই গণঅভ্যুত্থানে যারা শহিদ হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করি এবং আহতদের সুস্থতা কামনা করি।’ 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভুটানকে ৩-০ গোলে হারাল বাংলাদেশ
১৭ জুলাই ২০২৫ রাত ০৯:২৪:৩৭







গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ানো হলো
১৭ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৪৩:৩০