• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা শ্রাবণ ১৪৩২ সকাল ০৬:১৮:০৮ (17-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা শ্রাবণ ১৪৩২ সকাল ০৬:১৮:০৮ (17-Jul-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সেনবাগে মাদ্রাসা থেকে তিন ছাত্রী নিখোঁজ

২৩ জুন ২০২৫ রাত ০৯:০১:০৭

সেনবাগে মাদ্রাসা থেকে তিন ছাত্রী নিখোঁজ

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: সেনবাগের ৫নং অর্জুনতলা ইউনিয়নের ছিলোনিয়া মোহাম্মাদিয়া মাদ্রাসা ও এতিমখানার হেফজ বিভাগের তিন মাদ্রাসা ছাত্রী নিখোঁজ হয়েছে।

২৩ জুন সোমবার দুপুর সোয়া ১২টার সময় হেফজ বিভাগের দুই ছাত্রী লামিয়া আকতার ও আনিশা আক্তার ময়লা ফেলার জন্য মাদ্রাসা সংলগ্ন খাল পাড়ে গিয়ে ফিরে না আসায় হিফজ বিভাগের শিক্ষিকা তৃতীয় ছাত্রী উম্মে হাফসা আরিফাকে তাদের ডেকে আনার জন্য পাঠায়। কিন্তু সেও আর মাদ্রাসায় ফিরে আসেনি।

এরপর মাদ্রাসা থেকে তাদের বাড়িতে খোঁজার জন্য লোক পাঠালে অভিভাবকরা বিষয়টি জানতে পেয়ে মাদ্রাসায় ভিড় করে।

নিখোঁজ ছাত্রীরা হচ্ছেন উপজেলার দক্ষিণ মানিকপুর গ্রামের মোশারফ হোসেনের মেয়ে লামিয়া আকাতা (১০),বাতাকান্দি গ্রামের আবু তাহেরের মেয়ে আনিশা আক্তার (১০) ও দড়ি গোরকাটা গ্রামের উম্মে হাফসা আরিফা (১১)  কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি বিকাল ৫টার পর্যন্ত থানা পুলিশকে অবহিত করেনি।

অভিভাবকদের পক্ষ থেকে আত্মীয় স্বজনের বাড়ি খোঁজাখুঁজির পর না পেয়ে মাইকে নিখোঁজের সংবাদ প্রচার শুরু করে এরপর মাদ্রাসা থেকেও নিখোঁজের সংবাদ প্রচারণা শুরু করে সন্ধ্যা সাড়ে ৭টায় রিপোর্ট লেখা পর্যন্ত শিশু মাদ্রাসা ছাত্রীদের কোন খোঁজ পাওয়া যায়ান।

মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মো. আমিন হোসেন জানান, তিনি সোমবার সকালে স্ত্রীর চিকিৎসার জন্য জেলা শহর মাইজদীতে যান। এরপর দুপুরে মুঠোফোনে খবর পান মাদ্রাসার তিন শিক্ষার্থী মাদ্রাসা থেকে নিখোঁজ হয়েছে। এরপর তিনি দ্রুত কাজ সমাপ্ত করে মাদ্রাসায় ফিরে এসে খোঁজখবর নেওয়া শুরু করেন কিন্তু কোনো কূলকিনারা করতে পারেনি।

এ বিষয়ে সন্ধ্যা৭টা ৫০ মিনিটের সময় মুঠোফোনে জানতে চাইলে থানার ওসি তদন্ত তিন শিশু নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় মাদ্রাসার পক্ষ থেকে একটি নিখোঁজ ডাইরি করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ সমাবেশ
১৬ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৪৮:৩৬

গোপালগঞ্জে ২২ ঘণ্টার কারফিউ জারি
১৬ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৪২:৪৮