• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা শ্রাবণ ১৪৩২ রাত ০২:২৫:২৪ (17-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা শ্রাবণ ১৪৩২ রাত ০২:২৫:২৪ (17-Jul-2025)
  • - ৩৩° সে:

ধর্ম ও জীবন

রাঙ্গুনিয়ায় শাহজাদী সৈয়দা সাজেদা খাতুন মাইজভাণ্ডারীর ওফাত দিবস উপলক্ষ্যে ৮৯ টি এতিমখানায় খাবার বিতরণ

১৬ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:৩৯:৫০

রাঙ্গুনিয়ায় শাহজাদী সৈয়দা সাজেদা খাতুন মাইজভাণ্ডারীর ওফাত দিবস উপলক্ষ্যে ৮৯ টি এতিমখানায় খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: রাঙ্গুনিয়ায় শাহজাদী সৈয়দা সাজেদা খাতুন মাইজভাণ্ডারীর ওফাত দিবস উপলক্ষ্যে ৮৯ টি এতিমখানা ও হেফজখানা এবং অনাথ আশ্রমের ৪৬০০ নিবাসীর মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

১৬ জুলাই বুধবার মাইজভাণ্ডার শরিফ ‘গাউসিয়া হক মন্জিল’ এর পক্ষ থেকে উপজেলার ৮৭টি এতিমখানা ও হেফজখানা এবং ২টি অনাথ আশ্রমের ৪৬০০ নিবাসীর মাঝে একবেলা খাবার পরিবেশন কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়ার প্রবর্তক হযরত গাউসুল আযম মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)-এর পুত্রবংশীয় আওলাদ অছিয়ে গাউসুল আযম হযরত শাহ্ সুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (ক.)’র সহধর্মীনি, বিশ্বঅলি শাহানশাহ্ হযরত শাহ্ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র মাতা এবং কুতুবুল আকতাব হযরত শাহ্ সুফি সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক.)’র কনিষ্ঠ কন্যা নারী সুফি উম্মুল আশেকীন শাহজাদী সৈয়দা সাজেদা খাতুন মাইজভাণ্ডারী (র.)’র ওফাত বার্ষিকী উপলক্ষে এ খাবার বিতরণ করা হয়।

এতিমখানা ও হেফযখানা সমূহের তালিকা: তাহেরিয়া সাবেরিয়া রাবেয়া হাকিম সুন্নিয়া মাদুাসা হেফজ ও এতিমখানা, শাহ মজিদিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদরাসা মাদ্রাসা হেফজ ও এতিমখানা,  রাণীরহাট তাহফিজুল কুরআন মডেল মাদরাসা হেফজখানা ও এতিমখানা,  রাণীরহাট আল আমিন হামেদিয়া ফাযিল মাদরাসা হেফজ ও এতিমখানা,  বগাবিলি গাউসিয়া এবতেদায়ী মাদরাসা হেফজ ও এতিমখানা,  তাহেরীয়া সাবেরীয়া হাশেমীয়া সুন্নীয়া মাদুাসা এতিম খানা ও হেফজখানা,  শাহ মজিদিয়া আনোয়ারিয়া সুন্নীয়া মাদুাসা এতিমখানা ও হেফজখানা,  তৈয়বিয়া তাহেরিয়া মির্জা হোসাইনিয়া দাখিল মাদরাসা এতিম ও হেফজখানা,  মাইজপাড়া সুন্নিয়া মাদরাসা এতিম খানা ও হেফজখানা,  রাজাঘাট আহমদ ছাপা আজিজুল উলুম মাদরাসা এতিম ও হেফজখানা,  সৈয়দ নগর কাদেরিয়া তৈয়বিয়া রশিদিয়া এতিমখানা,  নেজামিয়া সিদ্দিকীয়া মালেকিয়া সুন্নিয়া মাদুাসা হেফজখানা ও এতিমখানা,  পারুয়া জিয়াউল কুরআন মাদরাসা ও এতিমখানা,  আশরাফিয়া কাশেমুল উলুম মাদরাসা ও এতিমখানা,  হযরত আব্দুল কাদের জিলানী (রহ.) হেফজখানা ও এতিমখানা,  নেছারিয়া তৈয়বিয়া সুন্নিয়া এতিমখানা ও হেফজখানা,  হযরত আব্দুল হামিদ শাহ (রহ.) হেফজখানা ও এতিমখানা,  নঈমীয়া তৈয়বীয়া এতিমখানা ও হেফজখানা,  মইনিয়া সাইফিয়া ইব্রাহীমিয়া সুন্নিয়া মাদরাসা হেফজখানা ও এতিমখানা,  আল্লামা অধ্যক্ষ শামসুল হুদা (রহ.) এতিম ও হেফজখানা,  হামিদিয়া খাইরিয়া হেফজ ও এতিমখানা, আহমদিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদরাসা এতিমখানা, খাজা গরীবে নেওয়াজ জাহেদা বেগম হেফজ ও এতিমখানা,  তৈয়্যবিয়া জহিরিয়া সুন্নিয়া হেফজখানা ও এতিমখানা,  আজমতিয়া আলতাফিয়া এতিম ও হেফজখানা, তৈয়বিয়া নেছারুল উলুম এতিম ও হেফজখানা।

বাগে মদিনা হামিদিয়া হাফেজখানা ও এতিমখানা, পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসা এতিমখানা, আজহারুল কোরান মডেল হিফজখানা ও এতিমখানা, গুলজারে মদিনা কাউখালি চার আউলিয়া (র.) হেফজখানা ও এতিমখানা , পূর্ব বেতাগী ইশকে মোস্তফা এতিমখানা ও হেফজখানা,  বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদরাসা এতিমখানা ও হেফজখানা,  রহিমা মাহমুদ এতিমখানা ও হেফজখানা,  নূরীয়া খোশালীয়া এতিমখানা ও হেফজখানা,  হাফেজ নুরুল আবছার হেফজখানা ও এতিমখানা,  বেতাগী হাফেজ ভাণ্ডার অছি-এ গাউসুল আযম হেফজখানা ও দরিদ্রখানা, তিনচৌদিয়া মদিনাতুল উলুম হেফজখানা ও এতিমখানা, তিনচৌদিয়া পূর্বপাড়া এতিমখানা ও হেফজখানা।

আন্দঘোনা গাউসিয়া হাশেমিয়া এতিমখানা ও হেফজখানা,  ফাতেমাতুজ জোহরা (র.) বালিকা এতিমখানা,  রহমানিয়া আবরারিয়া এতিমখানা, পূর্ব কোদালা সোলতানিয়া এতিমখানা, হযরত ইমাম আবু হানিফা (রহ.) হেফজ ও এতিমখানা, দক্ষিণ শিলক তৈয়বীয়া নূরীয়া ছত্তারীয়া দাখিল মাদরাসা ও এতিমখানা, উত্তর পদুয়া মদিনাতুল উলুম দাখিল মাদরাসা এতিমখানা ও হেফজখানা, হযরত মাহবুবে ইলাহি বক্স (রহ.) সুন্নিয়া মাদরাসা,  আলহাজ্ব অলি আহমদ রমজান বিবি এতিমখানা ও হেফজখানা,  ফলাহরীয়া পাঠান আউলিয়া (রহ.) সুন্নীয়া মাদরাসা ও এতিমখানা ,ছিদ্দীক আকবর (রা.) সুন্নিয়া দাখিল মাদরাসা হেফজখানা ও এতিমখানা, শাহ আমির নুরিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা এতিমখানা ও হেফজখানা।

রাহাতীয়া দরবার শরীফ এতিমখানা ও হেফজখানা,  রুহুল ভাণ্ডার গাউছিয়া আমিনুল উলুম মাদরাসা হেফজখানা ও এতিমখানা,  রশিদ আনজুমারা হেফজ খানা ও এতিমখানা,  ইসহাকিয়া মাদরাসা ও এতিমখানা,  রাহমানিয়া ইসলামিয়া হেফজখানা কমপ্লেক্স,  গাউছিয়া লুৎফুর নূর সুন্নিয়া হেফজখানা ও এতিমখানা,ছোঁবহানিয়া হাফেজিয়া এতিমখানা, হযরত মাওলানা শাহ্ মুজিবুল্লাহ্ (রহ:) প্রকাশ পাগলা মামা হেফজখানা ও এতিমখানা,  তাহফিজুল কুরআন তৈয়বিয়া মডেল একাডেমী ও এতিমখানা, বনগ্রাম কাছেমুল উলুম মাদরাসা ও এতিমখান।

মাদরাসা-এ-তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া ফাজিল মাদরাসা ও এতিমখানা, মাদরাসা-এ-নুরুল উলুম হেফজখানা ও এতিমখানা,  হযরত হাফেজ সৈয়দ ছমিউদ্দীন শাহ ফাজিল মাদ্রাসা এতিমখানা ও হেফজখানা, গাউসিয়া কলন্দরিয়া নঈমিয়া দাখিল মাদরাসা ও এতিমখানা, শাহ মজিদিয়া ছালেহিয়া সুন্নিয়া মাদরাসা হেফজ ও এতিমখানা, হযরত মাওলানা সাদেক শাহ (রহ.) দাখিল মাদরাসা হেফজ ও এতিমখানা,  ইসলামপুর তৈয়্যবিয়া তাহেরিয়া ছত্তারিয়া সুন্নিয়া মাদরাসা হেফজ ও এতিমখানা, মাখযানুল উলুম মাদরাসা ও এতিমখানা, হযরত ইমাম বুখারী ইবতেদায়ী মাদরাসা এতিমখানা ও হেফজখানা, আলমশাহ পাড়া সূফিয়াবাদ অর্ফানেজ এতিমখানা, ইসলামিয়াপাড়া হিফজুল কোরান মাদরাসা হেফজখানা, আল হারামাইন সুন্নিয়া মাদ্রাসা হেফজ খানা,  কাজী ছালেহ আহমদ শাহ (রহ.) সুন্নিয়া মাদরাসা এতিমখানা ও হেফজখানা, সোনারগাঁও গাউছিয়া তাহেরিয়া শামসুল উলুম হেফজখানা ও এতিমখানা।

আহমদিয়া হোসাইনিয়া সুন্নিয়া হেফজখানা ও এতিমখানা,  জাহানারা হুদা এতিমখানা,  গোলাম মুহাম্মদ জামে মসজিদ এতিমখানা,  ফুল্বাগিচা আজিজুল উলুম হেফজখানা ও এতিমখানা,  রুকুনুল ইসলাম খশুলিয়া মাদরাসা ও এতিমখানা,  মুরাদনগর তালীমুল কোরআন মাদরাসা হেফজখানা ও এতিমখানা,  আহমদিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা এতিম ও হেফজখানা, ইছাখালী রহমানিয়া ইউনুছিয়া মাদরাসা ও এতিমখানা,  ফয়যানে নুরুচ্ছফা নঈমী (রহ.) মাদরাসাতুল মদিনা হেফজখানা ও এতিমখানা,  জামিয়াতুল মদীনা রাঙ্গুনিয়া (মাদরাসা) হেফজ ও এতিমখানা, মুজিবীয়া মমতাজীয়া হেফজখানা ও এতিমখানা, খানকায়ে ছফিরিয়া মুজিবিয়া হেফজখানা ও এতিমখানা, মরহুম সিরাজদ্দৌলা চৌধুরী তালিমুল কুরআন মাদরাসা হেফজখানা ও এতিমখানা, ধর্মরত্ন অনাথ আশ্রম, ধর্মানন্দ বৌদ্ধ অনাথালয়।

উল্লেখ্য, গাউসিয়া হক মনজিল প্রতিষ্ঠিত ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের পক্ষ হতে গত বছরও মহান ২৩ জ্যৈষ্ঠ শাহজাদী সৈয়দা সাজেদা খাতুন মাইজভাণ্ডারীর ওফাত দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলার ৮৪টি এতিমখানা ও হেফজখানার ৪১০০ নিবাসীর মাঝে এক বেলার খাবার বিতরণ করা হয়েছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ সমাবেশ
১৬ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৪৮:৩৬

গোপালগঞ্জে ২২ ঘণ্টার কারফিউ জারি
১৬ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৪২:৪৮