• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই ভাদ্র ১৪৩২ রাত ১২:৪২:০৫ (03-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

সাবেক এমপি ও মন্ত্রী মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৮ম মৃত্যুবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ: বিশিষ্ট শিল্পপতি সাবেক মানিকগঞ্জ  জেলা বিএনপির আহ্বায়ক সাবেক  এমপি ও মন্ত্রী মরহুম হারুনার রশিদ খান মুন্নুর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হরিরামপুর উপজেলা থেকে শ্রদ্ধাঞ্জলি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১ আগস্ট শুক্রবার এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং মানিকগঞ্জ জেলার সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক আফরোজা খান রিতা,  মানিকগঞ্জ জেলার আহ্বায়ক কমিটির সদস্য এবং হরিরামপুর উপজেলার সভাপতি আব্দুল হান্নান মৃধা, মানিকগঞ্জ জেলার সাবেক অর্থ বিষয়ক সম্পাদক এবং বর্তমান আহ্বায়ক সদস্য আব্দুল হক, মানিকগঞ্জ জেলা বিএনপির জাসাসের আহ্বায়ক মোশারফ সিকদার, জেলা কৃষক দলের সহ-সভাপতি  ভিপি দুলাল, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শফিক বিশ্বাস, জেলা বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক মহিউদ্দিন মঞ্জু, বিএনপি নেতা শিবু।হরিরামপুর উপজেলার সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, সহ -সভাপতি  হাজী বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আজম, কৃষক দলের সভাপতি মিজানুর রহমান, শ্রমিক  দলের সভাপতি বাদশা, হরিরামপুর থানার বিএনপির সদস্য আমিনুল ইসলাম খান মিন্টু, হেলালউর রহমান খান, ধর্ম বিষয়ক সম্পাদক রহিছ উদ্দিন মৃধা,  ধুলসুরা ইউনিয়ন  সাংগঠনিক সম্পাদক মজনু, আজিমনগর ইউনিয়ন বিএনপি সভাপতি বিল্লাল খান।  হরিরামপুর উপজেলার এবং ইউনিয়ন বিএনপি সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।