• ঢাকা
  • |
  • শনিবার ৩রা শ্রাবণ ১৪৩২ রাত ০১:৩৯:৩৩ (19-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৩রা শ্রাবণ ১৪৩২ রাত ০১:৩৯:৩৩ (19-Jul-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফ্যাসিবাদের কোনো দোসর বিএনপির সদস্য হতে পারবে না: মামুন মাহমুদ

৩০ জুন ২০২৫ বিকাল ০৩:১৩:৪১

ফ্যাসিবাদের কোনো দোসর বিএনপির সদস্য হতে পারবে না: মামুন মাহমুদ

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, ফ্যাসিবাদের কোনো দোসর বিএনপির সদস্য হতে পারবে না।

তিনি বলেন, গত ১৫ বছর ফ্যাসিবাদের সাথে মিলেমিশে আমাদের নেতাকর্মীদের নির্যাতন করেছে, ঘরবাড়ি ছাড়া রেখেছে, অসংখ্য মামলা দিয়ে জর্জরিত করেছে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারা বিএনপির সদস্য হতে পারবে না।

২৯ জুন রোববার বিকেলে নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ি এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর, থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন ও থানা বিএনপির যুগ্ম সম্পাদক গাজী মনির হোসেনসহ সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীবৃন্দ।

তিনি আরও বলেন, এ সদস্য ফরম বিএনপির একজন কর্মী হিসেবে আমার কাছে অমূল্য এবং সম্মানের। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন এবং স্বাভাবিকভাবে যাদের মৃত্যু হয়েছে তাদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যকে বিএনপির সদস্য পদ দিতে নেতাকর্মীদের নির্দেশ দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গোপালগঞ্জে কারফিউর সময় আবারও বাড়ল
১৮ জুলাই ২০২৫ রাত ০৮:৩২:০২





কুয়াকাটায় যুবকের মরদেহ উদ্ধার
১৮ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:০৭:২৫