• ঢাকা
  • |
  • শনিবার ৩রা শ্রাবণ ১৪৩২ ভোর ০৪:৫৬:৩০ (19-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৩রা শ্রাবণ ১৪৩২ ভোর ০৪:৫৬:৩০ (19-Jul-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

‘নতুন বন্দোবস্ত’ ও জাতীয় ঐক্যের ডাক জোনায়েদ সাকির

১৮ জুলাই ২০২৫ রাত ০৮:৩৯:৪৮

‘নতুন বন্দোবস্ত’ ও জাতীয় ঐক্যের ডাক জোনায়েদ সাকির

স্টাফ রিপোর্টার  নারায়ণগঞ্জ: এক বছর আগে এ দিনে নারায়ণগঞ্জ ছিল উত্তাল আন্দোলনের কেন্দ্রবিন্দু। রাজপথ ছিল আন্দোলনকারীদের দখলে, আর শহীদ মিনার ও বিজয় স্তম্ভ পরিণত হয়েছিল প্রতিবাদের প্রতীকী রণক্ষেত্রে। কিন্তু ঠিক এক বছর পর, একই দিনে ভিন্ন এক চিত্র দেখা গেল এই শহরে।

আন্দোলনের সেই উগ্র পরিবেশের বদলে আজ নারায়ণগঞ্জের শহীদ মিনার, বিজয় স্তম্ভ এবং ডিআইটি চত্বর পরিণত হয়েছিল উৎসবমুখর জনসমাবেশে। লাখো জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্থিতিতে ভিন্ন এক আবহ তৈরি হয়।

গত বছর এই দিনে নারায়ণগঞ্জের রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলে ছাত্রজনতা। কিন্তু এবারে শহীদ মিনারের বেদীতে গণসংহতি আন্দোলন এক ভিন্ন মাত্রায় তাদের কর্মসূচি পালন করেছে। তাদের কর্মসূচিতে ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি ‘নতুন বন্দোবস্ত’ প্রতিষ্ঠার আহ্বান। এটি যেন ছিল তাদের আন্দোলনের পর্যায়ক্রমিক বিবর্তনের এক নতুন ধাপ, যেখানে তারা সহিংস প্রতিরোধের বদলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিবর্তনের কথা বলেছে।

কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে সমাবেশ ও শহীদী মার্চ’ অনুষ্ঠানে, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য ‘নতুন বন্দোবস্ত’ প্রয়োজন। তার মতে, ক্ষমতা ব্যবহার করে ধনসম্পদ আহরণের বিদ্যমান ব্যবস্থা পরিবর্তন করে জনগণের সম্মতি নিয়ে একটি সংস্কারের মাধ্যমে নতুন নির্বাচন করতে হবে।

তিনি বলেন, “অভ্যুত্থানের পরেও আমরা দেখছি ক্ষমতা ব্যবহার করে নানাভাবে দখল আর ধনসম্পদ আহরণ করা হচ্ছে। জুলাইয়ের গণঅভ্যুত্থান পরিষ্কার করে বলছে এই দেশ জনগণের অধিকার প্রতিষ্ঠার দেশ। কাজেই, এই দেশে ক্ষমতা ব্যবহার করে ধনসম্পদ আহরণের যে ব্যবস্থা, তাকে বদল করতে হবে। আর সেটাই হলো নতুন বন্দোবস্ত।” তিনি আরও যোগ করেন, “আমরা বলেছি নতুন বন্দোবস্ত মানে সংস্কার করতে হবে। সেই সংস্কার জনগণের সম্মতি নিয়ে, অর্থাৎ নির্বাচনের মাধ্যমে করতে হবে।”

সাকি দেশের বর্তমান পরিস্থিতিকে একটি জাতীয় সংকট মুহূর্ত হিসেবে উল্লেখ করে বলেন, প্রতিবেশী দেশসহ বিভিন্ন শক্তি এখনো পতিত ফ্যাসিস্টদের পৃষ্ঠপোষকতা করছে এবং ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

তিনি সরকারের সমালোচনা করে বলেন, সরকার আইনশৃঙ্খলাসহ দেশের প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে পারেনি, যার ফলে মিডফোর্ডের সামনে নৃশংস হত্যাকাণ্ড এবং গোপালগঞ্জে এনসিপির পূর্বনির্ধারিত সমাবেশে হামলা ও চারজনের নিহত হওয়ার মতো ঘটনা ঘটেছে। বহিরাগত শক্তি পতিত ফ্যাসিস্টদেরকে উস্কানি দিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে, সেটি আমাদেরকে মোকাবিলা করতে হবে। সেটি করতে হলে জুলাইয়ের আকাঙ্ক্ষায় আমাদের ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষা করতে হবে।”

গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজনের সভাপতিত্বে এবং নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর কমিটির সমন্বয়কারী বিপ্লব খাঁন, নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, প্রচার সম্পাদক শুভ দেব, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলার সভাপতি ফারহানা মুনা, সিদ্ধিরগঞ্জ থানার যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গোপালগঞ্জে কারফিউর সময় আবারও বাড়ল
১৮ জুলাই ২০২৫ রাত ০৮:৩২:০২





কুয়াকাটায় যুবকের মরদেহ উদ্ধার
১৮ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:০৭:২৫