• ঢাকা
  • |
  • শুক্রবার ২রা শ্রাবণ ১৪৩২ রাত ০১:০৬:১০ (18-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২রা শ্রাবণ ১৪৩২ রাত ০১:০৬:১০ (18-Jul-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফকিরহাটে ছাত্রীকে যৌন নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

১৭ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:১৪:৫৫

ফকিরহাটে ছাত্রীকে যৌন নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীর (৯) উপর যৌন নির্যাতনের প্রতিবাদে ও যৌন নির্যাতনকারীর শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠী শিক্ষার্থীরা।

১৭ জুলাই বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোল্লা আসলাম মহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীর পাশাপাশি স্থানীয় লোকজন এই মানবন্ধনে অংশগ্রহণ করেন।

শিশুটির পরিবার ও শিক্ষকরা জানান, গত ১৪জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই শিশু শিক্ষার্থীকে বাগেরহাট সদর কাড়াখালী নিজ বসত ঘরে মো. ফয়সাল (৪২) নামে এক ব্যক্তি ধর্ষণের চেষ্টা করে। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন দ্রুত তাকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখান থেকে তার উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ  করা হয়।

এ ব্যাপারে ১৬ জুলাই শিশুটির পিতা নিজ বাদী হয়ে বাগেরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। তবে ঘটনার পর অভিযুক্ত মো. ফয়সাল পলাতক রয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভুটানকে ৩-০ গোলে হারাল বাংলাদেশ
১৭ জুলাই ২০২৫ রাত ০৯:২৪:৩৭







গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ানো হলো
১৭ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৪৩:৩০