গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে টায়ার জ্বালিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এএ ইয়াং মিলস্ লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা।
এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় ব্যাপক ভাংচুর করে। এতে করে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
২০ জুলাই রোববার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে উপজেলার জৈনাবাজার এলাকায় বকেয়া বেতন ও ছুটির টাকার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে এএ ইয়াং মিলস্ লিমিটেড নামক কারখানার শ্রমিকরা।
এএ ইয়াং মিলস্ লিমিটেড কারখানার শ্রমিক সালমা আক্তার অভিযোগ করে বলেন, ‘আমাদের বেতন পাওয়ার কথা মাসের ৭ তারিখ। কিন্তু দেওয়া হয় ১০ তারিখ, তবুও আমরা মেনে নেই। কিন্তু আজ জুলাই মাসের ২০ তারিখ, অথচ এখনও জুন মাসের বেতন পরিশোধ করেনি মালিক পক্ষ। তাহলে আমরা কীভাবে সংসার চালাই। আমাদের বাড়ি ভাড়া, দোকান বাকি এগুলো তো কেউ শুনতে চায় না।’
এএ ইয়াং মিলস্ লিমিটেড কারখানার শ্রমিক জয় সরকার বলেন, ‘জুন মাসের বেতন দেওয়ার কোন খবর নেই। আরেক মাসের বেতনের সময় চলে আসছে। দেওয়ালে মিঠ ঠেকলে রাস্তায় নামতে হয়। আমাদের ঘরে চালডাল নেই। সন্তানের লেখাপড়ার খরচ দিতে পারছি না।’
এএ ইয়াং মিলস্ লিমিটেড কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মোহাম্মদ সুলতান উদ্দিন বলেন, ‘বেতনভাতা পরিশোধের জন্য কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে। এ বিষয়ে সিদ্ধান্ত হলে শ্রমিকদের জানানো হবে। কিন্তু এর আগেই শ্রমিকরা কারখানায় ভাংচুর করে রাস্তা নামে।’
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আয়ুব আলী বলেন, ‘সন্ধ্যা ৭টা থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এএ ইয়াং মিলস্ লিমিটেড কারখানার শ্রমিকেরা। প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে সমস্যা সমাধানে কারখানা কতৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে রাত ১০ দিকে মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available