নেছারাবাদ (পিরোজপুর ) প্রতিনিধি: নেছারাবাদে অটোরিকশার ধাক্কায় আব্দুল মান্নান হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
২১ জুলাই সোমবার দুপুরে স্বরূপকাঠি-বরিশাল সড়কের কুনিয়ারী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কুনিয়ারী গ্রামের মো.আসমান আলী হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল মান্নান হাওলাদার রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে সোহাগ হাওলাদার জানান, তার বাবা বাড়ী থেকে রাস্তায় বের হয়। এসময়ে পিছন থেকে এসে একটি চলন্ত অটোরিকশা ধাক্কায় দেয়। এতে তার পিতা মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক লিমা আক্তার বলেন, নিহতের মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিল তাই হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা গেছেন।
স্থানীয় গ্রাম চৌকিদার মো. আলম মিয়া বলেন, রাস্তা পারাপারের সময় একটি অটোরিকশা নিহতের পিছন দিকে ধাক্কা দেয়। মাথায় প্রচন্ড আঘাত পেয়ে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা ধরে গাড়ি চালককে থানায় সোপর্দ করেছেন।
নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. বনি আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে নেছারাবাদ জানান, অটোরিকশা চালককে এবং তার গাড়ী থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available