• ঢাকা
  • |
  • বুধবার ৭ই শ্রাবণ ১৪৩২ ভোর ০৪:২৯:১৫ (23-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৭ই শ্রাবণ ১৪৩২ ভোর ০৪:২৯:১৫ (23-Jul-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সাদ এর পাইলট হওয়ার স্বপ্ন কেড়ে নিলো একটি বিমান দুর্ঘটনা

২২ জুলাই ২০২৫ রাত ০৮:৩৭:৩৩

সাদ এর পাইলট হওয়ার স্বপ্ন কেড়ে নিলো একটি বিমান দুর্ঘটনা

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের কলমা গ্রামের বাসিন্দা সালাউদ্দিন মুকুলের ছেলে সা সালাউদ্দিন (৯) উওরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ইংলিশ ভার্ষন এর তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

ছোট সাদ এর স্বপ্ন ছিলো বড় হয়ে সে একদিন পাইলট হবে বড় বিমান চালাবে,দেশ-বিদেশে ঘুড়ে বেড়াবে। কে জানতো একদিন এই ঘাতক বিমানই হবে তার মৃত্যুর দুত। কথা গুলো বলতে হাউমাউ করে কেঁদে উঠলেন সাদ এর চাচা বিশিষ্ট রবীন্দ্র শিল্পী ও কলমা লক্ষীকান্ত স্কুল এন্ড কলেজের শিক্ষক শিমুল সারোয়ার।

তিনি জানান, সালাউদ্দিন মুকুল তার চাচাতো ভাই তারা কলমা গ্রামের বাড়িটিতে এক সাথে বসবাস করতেন। ২০০৯ সালে মুকুল কলমা স্কুল থেকে এসএসসি পরীক্ষায় দিয়ে ঢাকায় চলে যায়। সেখানে পড়াশোনা শে করে মুকুল একটি প্রাইভেট কম্পানীতে চাকুরী করছেন। সেই সুবাদে ঢাকার উওরার দিয়া বাড়িতে বসবাস।

সংসার জীবনে সালাউদ্দিন মুকুলের এক ছেলে এক মেয়ে। সালাউদ্দিন মুকুলরা তিনভাই প্রবাসী এক মাএ বোন সে একটি প্রাইভেট স্কুলে শিক্ষকতা করেন। বাবা জালাল উদ্দিন বেশ কিছুদিন হয় মারা গেছে। চাকুরী আর সন্তানের পড়াশোনা আর ভবিষ্যত চিন্তা করে সালাউদ্দিন মুকুল ঢাকাতে বসবাস করছেন বেশ কিছুদিন হয়।

ছেলেকে একটি ভালো স্কুলের পড়াবে ভেবেই উওরার দিয়াবাড়িতে থাকা। ছোট্র সাদকে ঘিড়ে ছিলো মা বাবার নানা স্বপ্ন। সেই স্বপ্ন গুলো আজ নীল আকাশে উড়ে বেড়াচ্ছে সাদা ঘুড়ি হয়ে। বাবা মুকুলের আক্ষেপ সাদরা পৃথিবীতে আসবে যুগযুগ শুধু স্বপ্ন হয়ে। সাদরা কি শুধু মুকুলেই ঝড়ে যাবে?

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নারায়ণগঞ্জে ডেঙ্গুতে ৪ জন শনাক্ত
২২ জুলাই ২০২৫ রাত ০৯:১৪:৩০