• ঢাকা
  • |
  • বুধবার ৮ই শ্রাবণ ১৪৩২ রাত ০৯:০৯:১৫ (23-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৮ই শ্রাবণ ১৪৩২ রাত ০৯:০৯:১৫ (23-Jul-2025)
  • - ৩৩° সে:

দুর্ঘটনা

চৌদ্দগ্রামে পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই শিশুর মৃত্যু

২৩ জুলাই ২০২৫ সকাল ১১:২৫:৩৬

চৌদ্দগ্রামে পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই শিশুর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই ছাত্রীর মৃত্যু হয়েছে। ২২ জুলাই মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার চিওড়া ইউনিয়নের সাকছি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো নগর শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ফাতেমা ইয়াসমিন ও চতুর্থ শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদাউস। দুই ছাত্রীর মৃত্যুর সংবাদের বিদ্যালয়ে সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

তথ্যটি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফেরদাউস।

প্রতিবেশী হোসেন মিয়া জানান, মো. দাউদের মেয়ে ফাতেমা ইয়াসমিন ও আব্দুল কাদেরের মেয়ে জান্নাতুল ফেরদাউস বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার সকাল ১০টায় গোসল করতে পুকুর ঘাটে যেতে দেখি। কিছুক্ষণ পরে আবার এসে দেখি তারা পুকুর ঘাটে নেই। বাড়ির লোকজনকে জিজ্ঞাস করি এই দুই শিশু গোসল করে বাড়িতে ফিরছে কিনা? এ সময় পুকুরের পানিতে বুদ বুদ উঠতে দেখি। সাথে সাথে আমি পানিতে নেমে দুজনকে উদ্ধার করি। বাড়ির স্বজনরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সিরাজুল মোস্তফা জানান, হাসপাতালে আনার আগেই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নগর শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফেরদৌস বলেন, বিদ্যালয়ের দুই শিফটে ক্লাস চলমান রয়েছে। এই দুই শিক্ষার্থী ২য় শিফটে বিদ্যালয়ে আসার জন্য গোসল করে প্রস্তুতি নিচ্ছিল। খবর পেলাম দুই শিক্ষার্থীর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুর খবর শুনে আমরা খুবই মর্মাহত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








বাগেরহাটে ২০ কেজি গাঁজাসহ আটক ৩
২৩ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:২৪