• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই শ্রাবণ ১৪৩২ বিকাল ০৪:১৫:০৫ (22-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই শ্রাবণ ১৪৩২ বিকাল ০৪:১৫:০৫ (22-Jul-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

নোবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

২২ জুলাই ২০২৫ সকাল ১০:২২:৫০

নোবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২১ জুলাই সোমবার নোয়াখালী জেলা দুদকের একটি টিম এ অভিযান পরিচালনা করে।

দুদকের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে উপসহকারী পরিচালক মো. জাহেদ আলম এবং কোর্ট পরিদর্শক মো. ইদ্রিস অভিযান পরিচালনা করেন। অভিযানকালে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা ও সংগ্রহ করেন।

দুদক সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে সহযোগী অধ্যাপক পদে ড. মো. শফিউল্লাহ নামে একজনকে নিয়োগ দিতে গিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রণীত নিয়োগ নীতিমালা লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে তদন্তের জন্য এসেছেন। ২০২৫ সালের ২৯ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৬৬তম রিজেন্ট বোর্ড সভায় তাঁর নিয়োগ চূড়ান্ত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, ড. শফিউল্লাহ ১৯৯৮ সালে দাখিল, ২০০১ সালে এইচএসসি পাশ করেন। ২০০৭ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে এল.এল.বি (অনার্স) (দ্বিতীয় শ্রেণি) এবং ২০০৯ সালে এল.এল.এম (সিজিপিএ ৩.৫৮) ডিগ্রি অর্জন করেন। ৯ মার্চ ২০২৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এছাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রায় ১৪ বছরের অধিক শিক্ষকতা করার অভিজ্ঞতা রয়েছে, যেখানে লেকচারার পদে ৪ বছর ৩ মাস, সিনিয়র লেকচারার পদে ৫ বছর ১ মাস এবং পরবর্তীতে সহকারী অধ্যাপক  হিসেবে ৫ বছর ৪ মাস কর্মরত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ৬৬তম রিজেন্ট বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে ১০০০ স্থান অর্জনকারী দেশীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে তা শতভাগ অভিজ্ঞতা হিসেবে গণনা করা হবে।

সদ্য নিয়োগপ্রাপ্ত আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শফিউল্লাহ'র নিয়োগের বিষয়ে আনীত অভিযোগে রয়েছে সিনিয়র লেকচারারকে সহকারী অধ্যাপক হিসেবে গণ্য করে সহযোগী অধ্যাপক পদে নিয়োগ দেওয়া । এছাড়াও  ড. শফিউল্লাহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বর্তমান কোষাধ্যক্ষ ও নোবিপ্রবির রিজেন্ট বোর্ড সদস্য অধ্যাপক ড. মো. সোলাইমানের ছোট ভাই হওয়ায় নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে।

অভিযানের বিষয়ে দুদকের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান বলেন, ‘নিয়োগে অনিয়ম হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে আমরা অভিযান পরিচালনা করেছি। প্রাথমিকভাবে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। সেগুলো প্রধান কার্যালয়ে পাঠানো হবে, প্রয়োজনে পরবর্তীতে আরও ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে নোবিপ্রবি উপ-উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন, ‘যথাযথ নিয়ম মেনেই নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। আমরা একাডেমিক এক্সিলেন্সসহ অন্যান্য ক্রাইটেরিয়ার যাচাই করে এবং নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত মেনেই এ নিয়োগ দেয়া হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
২২ জুলাই ২০২৫ বিকাল ০৩:৫০:৫১