রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি শহরে জুয়াড়িদের বিরুদ্ধে অভিযানের দ্বিতীয় দিনে আরও ১০ জনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। ২২ জুলাই মঙ্গলবার দিবাগত মধ্যরাতে শহরের ব্যস্ততম বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা সকলেই রাঙামাটি শহরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালী থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১০ জনকে হাতেনাতে আটক করা হয়, যারা ওই সময় প্রকাশ্যে জুয়া খেলছিলেন।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে প্রতিবেদককে নিশ্চিত করেছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. সাহেদ উদ্দিন।
উল্লেখ্য, এর আগের দিন সোমবার রাতে শহরের রিজার্ভ বাজারের সৈকত আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৩ জুয়াড়িকে আটক করেছিল কোতয়ালী থানা পুলিশ। তারা সকলেই জুরাছড়ি উপজেলার বাসিন্দা ছিলো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available