• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা শ্রাবণ ১৪৩২ সকাল ০৮:০৮:৫৯ (19-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা শ্রাবণ ১৪৩২ সকাল ০৮:০৮:৫৯ (19-Jul-2025)
  • - ৩৩° সে:

শ্রীপুরে জাতীয় ফল মেলা, কাঁঠালের ওজন ৩২ কেজি!

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলা চত্বরে বসেছে দেশীয় ফলের মেলা-২০২৫। চারপাশে রঙিন ফলের সমারোহ। মধু মাসের আম, কাঁঠাল, আনারসের সঙ্গে রয়েছে লিচু, জাম, পেয়ারা, কামরাঙার ঝলক। পাশাপাশি দেখা মিলছে বিলুপ্তপ্রায় বেত, ডেউয়া, আতাফল মতো ফলেরও। ৩২ কেজি ওজনের কাঁঠাল দর্শনার্থীদের বিশেষ নজর কাড়ছে।আয়োজকরা জানান, কাঁঠালটি উপজেলার গাজীপুর ইউনিয়ন থেকে আনা হয়েছে।‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ এই স্লোগানকে সামনে রেখে ২২ জুন রোববার সকাল থেকে শুরু হয়েছে জাতীয় ফল মেলা।মেলা চলবে মঙ্গলবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় আধুনিক প্রযুক্তিতে ফল চাষ, উচ্চ ফলনশীল জাত ও রাসায়নিকমুক্ত উৎপাদনের পদ্ধতির প্রদর্শনী রয়েছে।মেলার উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ।মেলা প্রাঙ্গণ পরিদর্শনকালে তিনি বলেন, ‘দেশি ফলের পরিচিতি বাড়ানো এ মেলার অন্যতম লক্ষ্য। আম, কাঁঠাল, পেয়ারাসহ দেশীয় ফল আমাদের বিদেশ রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সম্প্রতি চীনে আম রপ্তানি শুরু হওয়ায় কৃষকরা উপকৃত হবেন।’কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার প্রকল্প মেলায় উত্তম কৃষিচর্চার মাধ্যমে ফল উৎপাদনের আধুনিক প্রযুক্তির প্রদর্শনী করেছে। রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের স্টলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা রপ্তানির আমের নমুনা পাওয়া যাচ্ছে।উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমাইয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) মোহাম্মদ আব্দুল মতিন বিশ্বাস।তিনি বলেন, ‘দেশীয় ফলের উৎস, স্বাদ ও পুষ্টিগুণ বিশ্বমানের। আমাদের কাজ এগুলো সংরক্ষণ, প্রচার ও বাজার সম্প্রসারণ।’উপ-সহকারী কৃষি কর্মকর্তা হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর আলম, উপজেলা সমবায় কর্মকর্তা শাইন সুলতানা, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. মাহবুবুল আলম, কৃষিবিদ আফরোজাসহ কৃষাণ-কৃষাণিবৃন্দ।বক্তারা পার্টনার কংগ্রেস প্রকল্পের আওতায় প্যাকেজ প্রযুক্তি, কৃষিতে দৃষ্টিভঙ্গি পরিবর্তন, কৃষি প্রযুক্তি ব্যবহার, যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খলা এবং টেকসই কৃষি প্রযুক্তি ও কলাকৌশল নিয়ে আলোচনা করেন।