• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা শ্রাবণ ১৪৩২ দুপুর ০২:৩৪:১৯ (19-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা শ্রাবণ ১৪৩২ দুপুর ০২:৩৪:১৯ (19-Jul-2025)
  • - ৩৩° সে:

জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের উদ্যোগে এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় জন্মগত হৃদরোগে আক্রান্ত দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য প্রতিজনকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা করে চেক প্রদান করা হয়েছে।১৭ জুলাই বৃহস্পতিবার আরও ১০০ জন রোগীকে এ সহায়তা প্রদান করা হয়। এর আগে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে প্রথম দফায় ১০০ জন রোগীকে চেক প্রদান করা হয়েছে।জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন।এ উদ্যোগ অসহায় শিশুদের জন্য সরকারের পক্ষ থেকে একটি প্রশংসনীয় জনকল্যাণমূলক উদ্যোগ এবং ভবিষ্যতেও ধাপে ধাপে সর্বমোট ৫০০ রোগী এ সুবিধার আওতায় আসবেন বলে আশা করা হচ্ছে।