নেশাগ্রস্ত পুত্রকে হত্যা করলো বাবা-মা
নারায়ণগঞ্জ প্রতিনিধি: ফতুল্লার শিয়াচর লালখা এলাকায় বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় নিহত যুবক জনি সরকারের বাবা ও মাকে গ্রেফতার করেছে পুলিশ।১৮ জুন বুধবার রাতে তাদেরকে ফতুল্লার লালখা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এর আগে মঙ্গলবার সকালে ফতুল্লার শিয়াচর লালখা এলাকা থেকে বস্তাবন্দি নিহত জনি সরকারের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারের পর নিহত জনির বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।গ্রেফতাররা হলেন নিহত রাজু সরকারের বাবা করুনা সরকার (৫৩) ও মা অনিতা রানী সরকার(৪৮)। তারা স্বপরিবারে ফতুল্লার শিয়াচর লালখা এলাকায় দুলালের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো। প্রাথমিক জিজ্ঞাসাবfদে পুলিশের নিকট হত্যাকাণ্ডের কথা উভয়েই স্বীকার করেন।বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, নিহত জনি সরকার মাদকাসক্ত এবং বখাটে স্বভাবের ছিল। মাদকের টাকার জন্য প্রতিনিয়ত জনি সরকার তার বাবা-মাকে চাপ প্রয়োগসহ মারধর করতো। সোমবার রাতেও টাকার জন্য খারাপ ব্যবহার করে। ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে রাতের খাবার খেয়ে জনি সরকার ঘুমিয়ে পরে। ঘুমন্ত অবস্থায় রাজু সরকারকে প্রথমে রুটি বানানোর কাঠের তৈরি বেলুন দিয়ে মাথায় এবং মুখে আঘাত করে। এতে জনি সরকার অচেতন হয়ে পরলে নিহতের বাবা শ্বাসরোধ করে হত্যা নিশ্চিত করে। পরে রাত ২টার দিকে হাত -পা বেঁধে একটি বস্তায় ভরে নিহতের বাবা নিজেই মাথায় করে লালখা মোস্তফার বাড়ির গলির ড্রেনে ফেলে রেখে যায়। তিনি আরও বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর নিহতের বাবা নিজেই বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করে। পুলিশ তদন্ত নেমে সিসি ফুটেজের মাধ্যমে হত্যাকাণ্ডের সাথে জড়িতের বিষয়টি নিশ্চিত হয়ে নিহতের বাবা-মাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উভয়েই হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করে ঘটনার বর্ণনা দেন।