• ঢাকা
  • |
  • শনিবার ৩রা শ্রাবণ ১৪৩২ ভোর ০৪:২৫:২৫ (19-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৩রা শ্রাবণ ১৪৩২ ভোর ০৪:২৫:২৫ (19-Jul-2025)
  • - ৩৩° সে:

ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা এবং ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ফারহানা মানিক মুনার বলেন, আমরা যেখানে দাঁড়িয়ে আছি বাংলাদেশের মানুষের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। আমরা ভাই বোনেরা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করলাম। এই স্বাধীনতাকে কলঙ্কিত করার জন্য চারিপাশে বিভিন্ন মহল ষড়যন্ত্র করছে। কোনো ষড়যন্ত্রকে আমরা বাংলাদেশে ঠাঁই দেবো না। হোক সেটা ধর্ম নিয়ে বর্ণ নিয়ে বা জাতীয়তা নিয়ে।তিনি বলেন, ৫ আগস্ট স্বৈরাচারদের যখন পালানোর সময় হয়েছে তখনই তারা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। বাংলাদেশের মানুষ যে ভারতকে মিত্র রাষ্ট্র মানে, সেই ভারত গণহত্যাকারী খুনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। এই আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে ভারতের বিজেপি সরকার প্রমাণ করেছে তারা বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে অবস্থান করে না। তারা খুনি লুটপাটকারী স্বৈরাচারের পক্ষে অবস্থান নিয়েছে। এই বিজেপি সরকার এবং ভারতীয় গোয়েন্দা সংস্থাকে আমরা বাংলাদেশ থেকে প্রত্যাখ্যান করি।তিনি আরও বলেন, ভারতীয় আধিপত্যের নীতি বাংলাদেশে বাস্তবায়িত হবে না। বাংলাদেশের ১৫৩টি নদীর অমীমাংসিত চুক্তিগুলো মীমাংসা চাই। সীমান্ত থেকে পাওয়া ফেলানীর লাশের উপর দিয়ে আমরা কোনো বন্ধুত্ব করব না। সালানি ও আবরারের বিচারের মধ্য দিয়েই নিশ্চিত হবে ভারত বাংলাদেশের বন্ধুত্ব। আমরা বাংলাদেশকে রক্ত দিয়ে হলেও রক্ষা করব।