• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা শ্রাবণ ১৪৩২ বিকাল ০৫:২৫:৫৭ (17-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা শ্রাবণ ১৪৩২ বিকাল ০৫:২৫:৫৭ (17-Jul-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

কালাইয়ে ডাকাতি মামলার প্রধান আসামি গ্রেফতার

১৬ জুন ২০২৫ সকাল ১১:৫১:৫০

কালাইয়ে ডাকাতি মামলার প্রধান আসামি গ্রেফতার

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাট জেলার কালাই উপজেলার চরবাখরা গ্রামে সংঘটিত ভয়াবহ ডাকাতির ঘটনায় গ্রেফতার করা হয়েছে মামলার অন্যতম আসামী মো. মেহেদী হাসান ওরফে চিকন আলীকে।

গ্রেফতারের পর সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। গ্রেফতারকৃত মেহেদী হাসান জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার দক্ষিণ বস্তা আলমপুর গ্রামের বাসিন্দা রাশেদুল ইসলামের ছেলে।

২০২৪ সালের ২৫ অক্টোবর গভীর রাতে চরবাখরা গ্রামের বাসিন্দা কছিমদ্দিন ফকিরের বাড়িতে সংঘবদ্ধ একদল ডাকাত টয়লেটের ছাদ ভেঙে প্রবেশ করে। ডাকাত দলের সদস্যরা প্রথমেই বাড়ির লোকজনের হাত-পা বেঁধে ফেলে এবং চলে ভয়াবহ নির্যাতন। পরিবারের সদস্যদের উপর চলে বেধড়ক মারধর। নির্যাতনের শিকার হন বাড়ির বৃদ্ধা রোকেয়া বেগম (৬৫), বড় ছেলে গোলাম মোস্তফা (৪২), নাতনি মিম্মা (১৫) ও ছোট ছেলের স্ত্রী মালা বেগম (২৫)। তাদের মধ্যে তিনজনকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মালা বেগমকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়ে ছিল।

ডাকাত দল বাড়ি থেকে লুট করে নেয় প্রায় ১১ লাখ ৩৬ হাজার টাকার মালামাল। এরমধ্যে রয়েছে ৪টি বিদেশি জাতের গরু, ৩ লাখ ৮০ হাজার টাকা নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ অন্যান্য মূল্যবান সামগ্রী। প্রায় দুই ঘণ্টা ধরে চলে তাণ্ডব। ডাকাতির সময় বাড়ির ছোট ছেলে এরশাদ হোসেন বাইরে গভীর নলকূপ পাহারায় ছিলেন। তিনি জানান, ডাকাতরা তার স্ত্রীকেও শারীরিক নির্যাতন করেছে এবং পরিবারের সদস্যদের নির্মমভাবে মারধর করেছে।

এলাকাবাসীরা জানান, চরবাখরা গ্রামে এ ধরনের ভয়াবহ ডাকাতির ঘটনা এর আগে ঘটেনি। প্রবীণ বাসিন্দা খলিলুর রহমান বলেন, ‘এত বড় ডাকাতি, এত সাহস নিয়ে কেউ ঘরে ঢুকে নির্যাতন করতে পারে, এটা কল্পনারও বাইরে ছিল।’

ডাকাতির ঘটনার পরপরই কালাই থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী মো. কছিমদ্দিন ফকির। তদন্তে প্রযুক্তিগত সহায়তা এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গত ১৩ জুন আক্কেলপুর থানা এলাকা থেকে মেহেদী হাসান ওরফে চিকন আলী নামে একজনকে গ্রেফতার করে।

১৫ জুন রোববার দুপুরে জয়পুরহাট জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব প্রেস ব্রিফিংয়ে জানান, গ্রেফতারের পর মেহেদী হাসান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই মামলার অন্যান্য আসামিদের গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সিলেটে ভারতীয় চোরাইপণ্যসহ আটক ৫
১৭ জুলাই ২০২৫ বিকাল ০৪:৫৬:৩০




বনবিভাগের অভিযানে হরিণের মাংসসহ আটক ২
১৭ জুলাই ২০২৫ বিকাল ০৪:১৬:৩৮



গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ২০
১৭ জুলাই ২০২৫ বিকাল ০৩:৫৭:১৮


লংগদুতে ইফার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
১৭ জুলাই ২০২৫ বিকাল ০৩:৪৪:৪৭