• ঢাকা
  • |
  • বুধবার ১লা শ্রাবণ ১৪৩২ রাত ০৯:২৯:২৭ (16-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১লা শ্রাবণ ১৪৩২ রাত ০৯:২৯:২৭ (16-Jul-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করে টিকটক ভিডিও, যুবকের ছয় মাসের কারাদণ্ড

১৬ জুলাই ২০২৫ সকাল ০৯:৩৭:৪৭

স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করে টিকটক ভিডিও, যুবকের ছয় মাসের কারাদণ্ড

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করে সেই ভিডিও টিকটকে ছড়িয়ে দেওয়ায় এক যুবককে ছয় মাসের কারাদণ্ড ও পাঁচশ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ঘটনাটি ঘটে রাবেয়া মান্নান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে। স্কুল ছুটির পর ছাত্রীরা বাইরে বের হলে অভিযুক্ত যুবক তাদের উত্ত্যক্ত করে এবং সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ছড়িয়ে দেয়। ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এরপরই প্রশাসনের নজরে আসে বিষয়টি এবং অভিযুক্ত যুবককে আটকের জন্য তৎপরতা শুরু হয়।

ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্ত মাইন উদ্দিন (২৮), যিনি কসবার ধোপাখলা গ্রামের ইদন মিয়ার ছেলে। অবশেষে ১৫ জুলাই মঙ্গলবার অভিযুক্ত আবার স্কুলের বাইরে টিকটক করতে এলে কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন তাকে আটক করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইভটিজিংয়ের দায়ে মাইন উদ্দিনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা জরিমানা করেন।

ইউএনও ছামিউল ইসলাম জানান, স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে অভিযুক্তকে দণ্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ সমাবেশ
১৬ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৪৮:৩৬

গোপালগঞ্জে ২২ ঘণ্টার কারফিউ জারি
১৬ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৪২:৪৮