• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা শ্রাবণ ১৪৩২ রাত ০২:৫৯:৩৮ (17-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা শ্রাবণ ১৪৩২ রাত ০২:৫৯:৩৮ (17-Jul-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

১৭ বছর পর ভোটের মাধ্যমে স্বরূপকাঠী পৌর বিএনপির নেতা নির্বাচিত

৪ জুলাই ২০২৫ সকাল ১১:১১:৩০

১৭ বছর পর ভোটের মাধ্যমে স্বরূপকাঠী পৌর বিএনপির নেতা নির্বাচিত

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরে দীর্ঘ ১৭ বছর পর নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠী পৌর বিএনপির ওয়ার্ড কাউন্সিল নির্বাচন সম্পূর্ণ হয়েছে। দেড় যুগেরও বেশি সময় পর এভাবে উৎসবমুখর গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূল নেতা নির্বাচিত করা হলো।

৩ জুলাই বৃহস্পতিবার বিকেলে উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ ভবনে ওই কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে স্বরূপকাঠী পৌরসভার প্রতি ওয়ার্ড থেকে ১০০ জন সদস্য ভোট প্রয়োগের মাধ্যমে পৌর ওয়ার্ড বিএনপির নেতা নির্বাচিত করেন। নির্বাচনে পৌর সভার ৯টি ওয়ার্ড থেকে ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

স্বরূপকাঠি পৌরসভার ২নং ওয়ার্ডের নব নির্বাচিত সম্পাদক মো. কাওসার হোসেন বলেন, প্রতিটি ওয়ার্ডে ফর্মের মাধ্যমে সদস্য সংগ্রহ করা হয়েছে। সদস্যদের মধ্য এ, বি, সি মোট তিনটি গ্রেডে ভাগ করা হয়েছে। সেখান থেকে গ্রেড অনুযায়ী মোট ১০০ জন ভোটারের মাধ্যমে কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচিত করা হয়।

স্বরূপকাঠি পৌর বিএনপির আহবায়ক মো. শফিকুল ইসলাম ফরিদ বলেন, দীর্ঘ ১৭ বছর একটা কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে ওয়ার্ড কাউন্সিল সম্পন্ন হয়েছে। আশা করব, নব নির্বাচিত ওয়ার্ড নেতৃবৃন্দ দলের সুনাম রক্ষাসহ মানুষের জন্য কাজ করবে। 

কাউন্সিলের পূর্বে দুপুর বারটার দিকে মুক্তিযোদ্ধা সংসদের সামনে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উদ্বোধন করেন আগত অতিথিসহ পৌর বিএনপির নেতৃবৃন্দ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ সমাবেশ
১৬ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৪৮:৩৬

গোপালগঞ্জে ২২ ঘণ্টার কারফিউ জারি
১৬ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৪২:৪৮