• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা শ্রাবণ ১৪৩২ রাত ০৮:৪৭:১৭ (17-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা শ্রাবণ ১৪৩২ রাত ০৮:৪৭:১৭ (17-Jul-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ইটনায় পুলিশের চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ, থানায় লিখিত অভিযোগ

২৩ জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:১৬:২২

ইটনায় পুলিশের চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ, থানায় লিখিত অভিযোগ

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জে ইটনায় পুলিশের চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করেছেন এমন অভিযোগ উঠেছে উপজেলার ধনপুর ইউনিয়নের চড়পাড়া গ্রামের মৃত মো. আলীর ছেলে মো. আব্দুল্লাহ আল মামুন (৫৫) এর বিরুদ্ধে। এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছে একই এলাকার মো. আব্দুল কাদিরের ছেলে চাকরি প্রত্যাশী মো. কাউসার মিয়া (২১)।

২৩ জানুয়ারি মঙ্গলবার অভিযোগকারীরা থানায় উপস্থিত হয়ে থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কিছুদিন আগে বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের সময় মো. কাউসার মিয়াকে চাকরি দেওয়ার জন্য প্রলোভন দেখিয়ে নগদ সাড়ে চার লাখ টাকা নেন মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি সাক্ষীদের সামনে বলেন চাকরি না হলে টাকা ফেরত দেওয়া হবে।

পরবর্তীতে কাউসার মিয়ার চাকরি না হলে আব্দুল্লাহ আল মামুনের কাছে টাকা ফেরত চাইলে নানা তাল বাহানা শুরু করে। টাকা চাইতে গেলে অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন কাউসার মিয়া এবং তার পরিবারকে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং প্রাণ নাশের হুমকি দেন।

এই বিষয়ে অভিযুক্ত মো. আব্দুল্লাহ আল মামুনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি এইসব মিথ্যা দাবি করেন।

উল্লেখ্য, অভিযুক্ত আবদুল্লাহ আল মামুন এর সাথে টাকা আদান প্রদানের ফোন রেকর্ড মোঃ কাউসার মিয়ার কাছে সংরক্ষিত আছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ানো হলো
১৭ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৪৩:৩০