• ঢাকা
  • |
  • শনিবার ৩রা শ্রাবণ ১৪৩২ ভোর ০৫:১৩:০৩ (19-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৩রা শ্রাবণ ১৪৩২ ভোর ০৫:১৩:০৩ (19-Jul-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ব্যবসায়ী সোহাগ অপহরণের ঘটনায় ফতুল্লায় মামলা

৪ জুন ২০২৫ বিকাল ০৫:৪৪:২৫

ব্যবসায়ী সোহাগ অপহরণের ঘটনায় ফতুল্লায় মামলা

স্টাফ রিপোর্টার  নারায়ণগঞ্জ: চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহাগকে অপহরণের ঘটনায় ফতুল্লা থানার মামলা দায়ের করা হয়েছে।

৩ জুন মঙ্গলবার রাতে ব্যবসায়ী সোহোগের স্ত্রী তানিয়া আহমেদ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ব্যবসায়ী দ্বন্দ্ব বা পূর্বশত্রুতার জের ধরেই এ অপহরণের ঘটনা ঘটেছে। সোহাগ নিখোঁজ হন গত ১ জুন। সেদিন দুপুরে তিনি ব্যবসায়িক কাজে ঢাকার সচিবালয়ের খাদ্য ভবনে যান এবং রাত সাড়ে ১১টার দিকে ব্যক্তিগত গাড়িতে করে বাসার উদ্দেশ্যে রওনা দেন। এরপর থেকে তার ও গাড়িচালক কবিরুলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। পরদিন ২ জুন দুপুরে পটুয়াখালীর পায়রাকুঞ্জ ফেরিঘাট এলাকায় একটি পরিত্যক্ত গাড়ির ভেতর থেকে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাঁকে উদ্ধার করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ নাছির আহমদ বলেন, অপহরণের ঘটনায় অজ্ঞাতনামায় এ মামলা দায়ের করা হয়েছে। ব্যবসায়ীর পরিবার দাবি করেছে ব্যবসায়ী দ্বন্দ্ব বা পূর্বশত্রুতার জের ধরেই এ অপহরণের ঘটনা ঘটেছে। তবে তদন্ত চলছে, জড়িতদের আটকে পুলিশ সর্বোচ্চ চেষ্টার করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গোপালগঞ্জে কারফিউর সময় আবারও বাড়ল
১৮ জুলাই ২০২৫ রাত ০৮:৩২:০২





কুয়াকাটায় যুবকের মরদেহ উদ্ধার
১৮ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:০৭:২৫