মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের জৈল্যা খালের ওপর নির্মিত বেইলি ব্রিজটি বর্তমানে ভয়াবহ মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। ভাঙা রেলিং ও পাটাতনের বড় বড় ছিদ্র পেরিয়ে প্রতিদিনই স্কুলগামী শিশুসহ শতশত মানুষ বাধ্য হচ্ছেন জীবন ঝুঁকি নিয়ে ব্রিজ পারাপার হতে। দুই-তিন বছর ধরে এমন অবস্থা চললেও স্থানীয় প্রশাসন ব্রিজটির সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি।
২০১৬-১৭ অর্থবছরে প্রায় দুই লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল প্রায় ২০০ মিটার দৈর্ঘ্যের এই বেইলি ব্রিজটি। প্রথমদিকে স্বস্থি ফিরলেও, গত দুই-তিন বছর ধরে ব্রিজটি পরিণত হয়েছে মরণফাঁদে।
সরেজমিনে দেখা যায়, ব্রিজের রেলিং বহু আগেই ভেঙে গেছে, আর পাটাতনে তৈরি হয়েছে বড় বড় ছিদ্র। ব্রিজ পার হওয়া এখন প্রতিদিন এক দুঃসাহসিক অভিযান। ব্রিজটির দক্ষিণ পাশে অবস্থিত জৈল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় দুইশ শিক্ষার্থী ঝুঁকি নিয়ে এই ব্রিজ ব্যবহার করে স্কুলে আসা-যাওয়া করে। দুর্ঘটনার আশঙ্কায় উদ্বিগ্ন অভিভাবকরাও।
এবিষয়ে স্থানীয় গাজী মিয়া জানান, জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই ব্রিজ পার হচ্ছেন শত শত ছাত্রছাত্রী ও স্থানীয়রা। ব্রিজের বর্তমান অবস্থা যাতায়াতের জন্য অনুপযোগী। পাটাতনের কিছু স্থানে কাগজের মতো পাতলা অংশ এবং বড় বড় ছিদ্র, সঙ্গে ভাঙ্গা রেলিং, এসব কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যেকোনো সময়।
জৈল্যা খালের পাশ্ববর্তী এক বাসিন্দা আমেনা বিবি জানান, স্কুলে যাওয়া-আসার সময় অনেক সময় বাচ্চারা ব্রিজের ছিদ্রের মধ্যে পা পড়ে হাত-পা কেটে যায়। বড়রাও পড়ে গিয়ে আহত হয়। কয়েকদিন আগে এক মধ্যবয়সী ব্যক্তি এই দুর্ঘটনার শিকার হয়েছেন।
জৈল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন ছাত্রছাত্রী জানায়, আমাদের এই ব্রিজ দিয়ে স্কুলে যেতে কষ্ট হয়। আমাদের ব্রিজ প্রয়োজন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন বলেন, প্রায় দুই শতাধিক ছাত্রছাত্রী জৈল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। তার মধ্যে প্রায় দেড়শ ছাত্রছাত্রী ঝুঁকিপূর্ণ ব্রিজটি দিয়ে আসা-যাওয়া করে। দুই বছর ধরে ব্রিজটির বেহাল অবস্থা চলছে। আমরা আশা করছি প্রশাসন দ্রুত ব্রিজটি সংস্কার করে নির্বিঘ্নে যাতায়াতের ব্যবস্থা করবে।
সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগ বলেন, শিক্ষার্থী ও স্থানীয়দের কথা বিবেচনায় নিয়ে শিগগিরই ব্রিজটির সংস্কার করা হবে।
শত শত মানুষের নিরাপত্তার স্বার্থে প্রশাসন ঝুঁকিপূর্ণ ব্রিজ সংস্কারে দ্রুত ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয়রা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available