• ঢাকা
  • |
  • বুধবার ১লা শ্রাবণ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৬:৫২ (16-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১লা শ্রাবণ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৬:৫২ (16-Jul-2025)
  • - ৩৩° সে:

শিক্ষা

এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রে ঢুকতে পারবেন

২৮ জুন ২০২৫ সন্ধ্যা ০৬:২৬:১৬

এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রে ঢুকতে পারবেন

নিজস্ব প্রতিবেদক: যানজট ও জনদুর্ভোগ এড়াতে চলমান এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থীরা সকাল ৮টা ৩০ মিনিট থেকে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। ঢাকা শিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।

২৮ জুন শনিবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্র এলাকার যানজট ও জনদুর্ভোগ লাঘবে পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টার পর থেকেই কেন্দ্রে ঢোকার সুযোগ দিতে হবে। এ বিষয়ে পরীক্ষা কেন্দ্রগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

তবে পরীক্ষাকক্ষে প্রবেশ ও পরীক্ষাসংক্রান্ত অন্যান্য পূর্বনির্ধারিত নিয়মাবলি বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নির্দেশনাটি ঢাকা বোর্ডের আওতাধীন সব এইচএসসি কেন্দ্রের জন্য প্রযোজ্য। এ সংক্রান্ত চিঠির অনুলিপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের সংশ্লিষ্ট শাখাসমূহে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ সমাবেশ
১৬ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৪৮:৩৬

গোপালগঞ্জে ২২ ঘণ্টার কারফিউ জারি
১৬ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৪২:৪৮