• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা শ্রাবণ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৫:৪৩ (17-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা শ্রাবণ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৫:৪৩ (17-Jul-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ইটনায় এইচএসসিতে পাশের চেয়ে চারগুণ ফেল

২৭ নভেম্বর ২০২৩ দুপুর ০২:৩০:২৪

ইটনায় এইচএসসিতে পাশের চেয়ে চারগুণ ফেল

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনা উপজেলার একমাত্র উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজ। এবার এই কলেজ থেকে এইচএসসি পরীক্ষার পাশের হার মাত্র ২০.১২ শতাংশ। এই নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে পুরো উপজেলায়।

রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজ থেকে ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় ৫১৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তার মধ্যে পাশ করেছেন মাত্র ১০৩ জন। পাশের হার ২০.১২ শতাংশ। গত বছর ওই শিক্ষা প্রতিষ্ঠানের পাশের হার ছিলো ৮২ শতাংশ

ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী, অভিভাবক, সচেতন নাগরিকদের মধ্যে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। অন্যদিকে ক্ষুব্ধ এলাকাবাসী।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, কলেজটা সাবেক রাষ্ট্রপতির নামে তৈরি, এলাকার একমাত্র উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিক্ষকরা দায় সারা পড়াশোনা করাচ্ছেন। মনে চাইলে কলেজে আসেন, আবার কলেজে আসলেও ক্লাসে আসে না। শিক্ষার্থীরা কলেজে গিয়ে ঘুরাঘুরি-আড্ডা দিয়ে চলে আসে এই বিষয়ে কারো কোনো দায়িত্ব নাই।

নাম প্রকাশে অনিচ্ছুক দ্বাদশ শ্রেণির কিছু শিক্ষার্থীরা জানায়, আমরা কলেজে যাই, কিন্তু স্যাররা ক্লাসে আসে না। স্যার না থাকলে আমরা কীভাবে ক্লাস করবো? তাই বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়িতে চলে যাই। কোন শিক্ষক কোন বিষয়ে পড়াবেন ওটাও জানে না অনেক শিক্ষার্থী।

এ বিষয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইসলাম উদ্দিন বলেন, এই বছর পাশের হার কমেছে। গত বছর আমাদের কলেজ ভালো রেজাল্ট করায় মিঠামইন কলেজের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হক সাহেব প্রশাসনকে চাপ দিয়েছে। তাই পরীক্ষার কেন্দ্রে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। ফলে এই বছর এত খারাপ রেজাল্ট হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সিলেটে ভারতীয় চোরাইপণ্যসহ আটক ৫
১৭ জুলাই ২০২৫ বিকাল ০৪:৫৬:৩০




বনবিভাগের অভিযানে হরিণের মাংসসহ আটক ২
১৭ জুলাই ২০২৫ বিকাল ০৪:১৬:৩৮