• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা শ্রাবণ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৯:০৪ (17-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা শ্রাবণ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৯:০৪ (17-Jul-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিলেটে একসঙ্গে জন্ম নেওয়া চার শিশুর মধ্যে ২ জনের মৃত্যু

২৪ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৫:৫৬:১৯

সিলেটে একসঙ্গে জন্ম নেওয়া চার শিশুর মধ্যে ২ জনের মৃত্যু

সিলেট প্রতিনিধি: সিলেটে একসঙ্গে জন্ম নেয়া চার শিশুর মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। অপর দু’জন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শেখ রাসেল বিশেষায়িত সেবাকেন্দ্রের স্ক্যানু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। তাদেরও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

২৩ সেপ্টেম্বর শনিবার ভোরে ওই দুই শিশু হাসপাতালের বিশেষায়িত সেবাকেন্দ্রে মারা যায়।

শিশুদের বাবা সত্যরঞ্জন দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার দুপুরে সিলেট নগরের চালিবন্দর এলাকায় মারা যাওয়া দুই শিশুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

এর আগে, ১৫ সেপ্টেম্বর সকালে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তানের জন্ম দেন সত্যরঞ্জন দেবনাথের স্ত্রী মমতা দেবী (২৭)। চার নবজাতকের দু’টি ছেলে ও দু’টি মেয়ে ছিল। এর মধ্যে এক ছেলে ও এক মেয়ের মৃত্যু হলো। এই দম্পতির পাঁচ বছরের আরেকটি কন্যাসন্তান রয়েছে।

সত্যরঞ্জন সুনামগঞ্জের দিরাই উপজেলার মজলিশপুর গ্রামের বাসিন্দা।

সত্যরঞ্জন দেবনাথ বলেন, চার শিশুর মধ্যে দু’টির জন্মের পর থেকে কিছু জটিলতা দেখা দিয়েছিল। শ্বাসকষ্ট ছিল। এ জন্য তাদের স্ক্যানু ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। চিকিৎসকেরা দিনে দু’বার করে তাদের শারীরিক বিষয়ে জানাচ্ছিলেন।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী বলেন, চিকিৎসাধীন দুই শিশুকে সুস্থ রাখতে চিকিৎসকেরা চেষ্টা করছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সিলেটে ভারতীয় চোরাইপণ্যসহ আটক ৫
১৭ জুলাই ২০২৫ বিকাল ০৪:৫৬:৩০




বনবিভাগের অভিযানে হরিণের মাংসসহ আটক ২
১৭ জুলাই ২০২৫ বিকাল ০৪:১৬:৩৮