• ঢাকা
  • |
  • শনিবার ১৫ই ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৭:৪০:২৬ (30-Aug-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

কোনাবাড়ীতে ইসলামী ব্যাংকের শরীয়াহ্ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কোনাবাড়ী ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শরীয়াহ্ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।২৬ আগস্ট মঙ্গলবার কোনাবাড়ী শাখার উদ্যোগে গ্রাহকদের নিয়ে শাখা প্রাঙ্গনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন মজিদ অর্থসহ তেলাওয়াত করেন শাখার প্রিন্সিপাল অফিসার মো. আবু রায়হান। প্রিন্সিপাল অফিসার মো. বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মূল বক্তব্য উপস্থাপন করেন ব্যাংকের সিনিয়র এ্যসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মো. কামরুল আহসান মামুন। এ সময় তিনি ইসলামী ব্যাংকের বিনিয়োগ সম্পর্কে বিনিয়োগ গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।কামরুল আহসান মামুন বলেন, ইসলামী ব্যাংক একটি কল্যাণ মূখী ব্যাংকিং ধারার প্রবর্তক। আল্লাহ পাক সুদকে হারাম করেছেন এবং বেচাকেনার মাধ্যমে মুনাফা অর্জনকে হালাল করেছেন। কাজেই ব্যাংকিং ক্ষেত্রে শরীয়াহ মোতাবেক হালাল পন্থায় ব্যাংকিং করার মাধ্যমে ব্যক্তি নিজে এবং দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা পালনের চেষ্টা প্রতিটি মানুষের করা প্রয়োজন।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শাখার অপারেশন ম্যানেজার মো. জাহাঙ্গির আলম।