গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে বিএনপির মতবিনিময় কাল
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন’ কর্মসূচিকে কেন্দ্র করে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে বিএনপি। বিএনপি সূত্রে জানা গেছে, ২১ ডিসেম্বর রোববার বেলা ১২টায় রাজধানীর ‘রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন’ হোটেলে এই সভা অনুষ্ঠিত হবে।মতবিনিময় সভায় দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক, রেডিও ও টেলিভিশনের বার্তা প্রধান এবং বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন।তারেক রহমানের দেশে ফেরার প্রেক্ষাপট ও প্রস্তুতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে খোলামেলা আলোচনার উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয়েছে।সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ‘তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটির’ আহ্বায়ক সালাহউদ্দিন আহমেদ উপস্থিত থাকবেন। এছাড়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলও সভায় অংশ নেবেন।