নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের অভিজাত হোটেল রেডিসন ব্লু বে ভিউ–তে রঙ, সুর আর সৃষ্টিশীলতার এক অনন্য সম্মিলনে অনুষ্ঠিত হলো “Gmit presents স্টার ফেয়ার ফ্যাশন ফ্রিকোয়েন্সি ২০২৫ – সিজন থ্রি”, পাওয়ার্ড বাই নিমবা। সেপ্টেম্বরের প্রথম সন্ধ্যায় তারকাদের উপস্থিতি আর আলোকোজ্জ্বল সাজে যেন বদলে গেল হোটেল প্রাঙ্গণ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন খ্যাতিমান চিত্রশিল্পী আহমেদ নেওয়াজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, যিনি এই উদ্যোগকে চট্টগ্রামের ফ্যাশন ও সংস্কৃতি অঙ্গনের জন্য এক ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএমআইটি চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী। দ্যা ডেইলি পিপলস টাইমস এডিটর ওসমান গনি। বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন আজিজুর রহমান । নিম্বা আয়ুর্বেদিক গ্রুপের চেয়ারম্যান তাহমিনা আক্তার। স্টার ফেয়ারের প্রধান উপদেষ্টা হাসানুজ্জামান, সাজ্জাদ বিন খালেদ, তাসলিম হাসান হৃদয়, সুমন, বিপ্লব পাল, স্টার ফেয়ারের প্রতিষ্ঠাতা পরিচালক আলমগীর হোসেন আলো। উপস্থিত ছিলেন স্টার ফেয়ার ফ্যাশন ফ্রিকোয়েন্সির আয়োজক কমিটির শর্মী সেনগুপ্তা, শওকত হোসেন, তুষার হোসেন, অমি খান, আরিয়ান আহমেদ ।
আয়োজনের মূল আকর্ষণ ছিলো বর্ণিল ফ্যাশন কিউ। পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, প্রিমিয়ার ইউনিভার্সিটি ও চিটাগাং বিজিএমইএ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি’র শিক্ষার্থীদের ডিজাইন করা পোশাকে র্যাম্পে হেঁটেছেন চট্টগ্রামের জনপ্রিয় মডেলরা। পাশাপাশি বাংলাদেশ হস্তশিল্প এসোসিয়েশন, স্বদেশী পন্য ই-কমার্স, হৃদস এডন,টঙ্গী, নকশা কাব্য, বাহ সপ,লাক্সি কটোর।স্থানীয় ফ্যাশন ডিজাইনার ও ফ্যাশন ব্র্যান্ডগুলোও তাদের সর্বশেষ সংগ্রহ উপস্থাপন করে।
নতুন প্রজন্মের সৃজনশীলতা আর অভিজ্ঞ ডিজাইনারদের নান্দনিকতার এই মেলবন্ধনে দর্শকরা পান অনন্য অভিজ্ঞতা। শুধু ফ্যাশন নয়, সম্মাননা প্রদানের মধ্য দিয়েও আলোকিত হয় সন্ধ্যা।
আজীবন সম্মাননা প্রদান করা হয় একুশে পদকপ্রাপ্ত গুণি অভিনেত্রী দিলারা জামান ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন র্যাম্প মডেল ও ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলকে।
এছাড়া নারী উদ্যোক্তা শাহতাজ পারভীন মুনমুন, ফ্যাশন কোরিওগ্রাফার সালেহ রবি জন, নৃত্যশিল্পী ও মডেল সাদিয়া ইসলাম মৌ, মিস বাংলাদেশ তোরসা, মিস্টার বাংলাদেশ ফাহিম এবং ফেইস অব বাংলাদেশ জারিফ–ফ্যাশন এডুকেশন এক্সিলেন্স এওয়াড এস এম নাসিরুল কাদের,আশরাফুল ইসলাম টিটু ,সাদিয়া আলম ,ভয়েস অব দ্যা পোট সিটি সাবের সাহ ।আই কনিক কন্টেন ক্রিয়েটের আসিফ আহমেদ শোভন।আই কনিক কন্টেন ক্রিয়েটের বেস্ট হিপ হপ ডান্স গ্রুপসহ বেশ কয়েকজন তরুণ প্রতিভা স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা পান।
প্রোগ্রামটির লাইটিং এবং এলইডি পার্টনার হিসেবে ছিলেন দ্যা লাইটিং স্টার এবং ইভেন্ট প্ল্যানিং এ ছিলেন একটিভ ইভেন্ট ম্যানেজমেন্ট। সাউন্ড প্রোগ্রাম প্লেনারে ছিলেন এম টি এম প্রোগ্রাম প্লেনার ,মেকাপ এ বাতি ট্রেনিং ইন্সটিটিউট
অনুষ্ঠান পরিকল্পনার দায়িত্বে ছিলেন স্টার ফেয়ারের প্রতিষ্ঠাতা জনাব আলমগীর হোসেন আলো,হাসানুজ্জামান, শর্মি সেন গুপ্ত ,সাখাওয়াত হোসেন ও তুষার আলম।
পুরো অনুষ্ঠানটি পরিচালনা এবং কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন আমি খান এবং আরিয়ান। প্রাণবন্ত সঞ্চালনায় পুরো আয়োজন জুড়েই দর্শকদের মাতিয়ে রাখেন আরাফাত ইসলাম রূপক ও সেঁজুতি বড়ুয়া।
পুরস্কৃত অতিথিদের অভিমত— এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে এবং ফ্যাশন ইন্ডাস্ট্রিকে বিশ্বদরবারে তুলে ধরতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষ ভাগে ছিলো মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। নৃত্য, সঙ্গীত আর রঙিন আয়োজনের মধ্য দিয়ে রাতটি হয়ে ওঠে স্মরণীয়। সবশেষে গালা ডিনারে মিলিত হন অতিথিরা।
চট্টগ্রামের তরুণ ডিজাইনার, মডেল আর ফ্যাশনপ্রেমীদের জন্য “স্টার ফেয়ার ফ্যাশন ফ্রিকোয়েন্সি” এখন শুধু একটি ফ্যাশন শো নয়—বরং নতুন সম্ভাবনা, স্বপ্ন আর আন্তর্জাতিক স্বীকৃতির এক সেতুবন্ধন। যা প্রতিবছর চলমান থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available