• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে ভাদ্র ১৪৩২ ভোর ০৪:৫১:৩৫ (04-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

প্রবাসীর স্ত্রীকে ব্লাকমেইল: অভিযুক্তকে পুলিশে সোপর্দ

২৫ অক্টোবর ২০২৩ রাত ০৮:২৬:৪৩

সংবাদ ছবি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে ওমান প্রবাসীর স্ত্রীর (৩০) অশ্লীল ভিডিও ধারণ করে ব্যাল্কমেইলের অভিযোগে একজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। অভিযুক্তের নাম মো. নিজাম উদ্দিন (৩২)। সে উপজেলার আমান উল্যাহপুর ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামের মৃত সোলায়মানের ছেলে।

জানা যায়, অভিযুক্ত নিজাম ২০২২ সাল থেকে ঐ গৃহবধূর অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়েকে তাদের বাসায় প্রাইভেট পড়াতেন। গৃহবধূর স্বামী ওমান প্রবাসী হওয়ার সুযোগে কৌশলে ঐ গৃহবধূর সাথে সম্পর্ক গড়ে তুলে নিজাম। পরে একই বছরের মে মাসে ভিকটিমকে একটি বাসায় নিয়ে জোরপূর্বক শ্লীলতাহানি করে গোপনে তা ভিডিও ধারণ করে অভিযুক্ত। এরপর বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঐ ভিডিও  ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভিকটিমের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয় সে। স্বামী বিদেশে থাকায় এবং লোকলজ্জার ভয়ে টাকা দিতে বাধ্য হয় ঐ গৃহবধূ। পরবর্তিতে ঐ গৃহবধূর স্বামী দেশে আসলে ভিকটিমের কাছে টাকার হিসেব চায়। এসময় সে ব্লাকমেইলিংয়ের কথা তার স্বামীকে জানায়। এদিকে ২৪ অক্টোবর মঙ্গলবার ভিকটিমের কাছে আবারও ৩ লাখ টাকা দাবি করে নিজাম। পরে তাকে কৌশলে টাকা দেয়ার কথা বলে বাড়িতে ডাকা হলে ঐ গৃহবধুর পরিবারের সদস্যরা নিজামকে আটক করে গণধোলাই দেয়। এরপর ৯৯৯ এ ফোন করে পুলিশে সোপর্দ করা হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করে ব্যাল্কমেইলের অভিযোগে এক যুবককে পুলিশে সোপর্দ করেছে ভুক্তভোগী। পুলিশ তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখছে। তদন্ত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত হিন্দু নারীর মরদেহ উদ্ধার
৩ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৩:৪৩



সংবাদ ছবি
গুঞ্জন নয়, এবার সত্যিই হঠাৎ কক্সবাজারে পিটার হাস!
৩ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২৯:২৪






সংবাদ ছবি
বকশীগঞ্জে সরকারি পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ
৩ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:১০:২৮