নুরের উপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ মিছিল
ইবি প্রতিনিধি: ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার ঘটনার প্রতিবাদ ও আওয়ামী লীগের সহযোগী দল জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।২৯ আগস্ট শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।সংক্ষিপ্ত সমাবেশে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, যখন নির্বাচনের আমেজ চলে এসেছে তখনি আওয়ামী পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং জুলাই যোদ্ধা নুরের উপর আওয়ামী ফ্যাসিবাদের সহযোগী সংগঠন জাতীয় পার্টি হামলা করেছে। যাদের প্রত্যক্ষ সহযোগিতায় আওয়ামী সরকার ফ্যাসিবাদ কায়েম করেছিলো তারাই আজ নুরের উপর হামলা করেছে।তারা বলেন, আমরা কখনো ভারতীয় আধিপত্য মেনে নেব না। অতি দ্রুত জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের বৈধতা দানে জাপা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে অথচ জুলাই বিপ্লবের এক বছর পরেও কেন জিএম কাদেরকে এখনো গ্রেপ্তার করা হয়নি?তারা দাবি জানান, আওয়ামী সরকারের তিনটি অবৈধ নির্বাচনে বৈধতা দেয়া জাপাকে অন্তত ৩ নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।