• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে ভাদ্র ১৪৩২ রাত ১১:৪৯:৫৯ (03-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুড়িগ্রামে ঈদ উৎসবে কৃষক-কৃষাণীদের নিয়ে গ্রামীণ খেলা

১৩ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:০৮:১৫

সংবাদ ছবি

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় ঈদ উৎসবে কৃষক-কৃষাণীদের নিয়ে ঐতিহ্যবাহি গ্রামীণ খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলা দেখতে বিভিন্ন জায়গায় থেকে এসেছে শত শত দর্শনার্থীরা। কৃষকদের ঈদ আনন্দ ভাগাভাগি করতে ব্যতিক্রম এ খেলার আয়োজন করে ফাইট আনটিল লাইট (ফুল) নামে একটি সামাজিক সংগঠন। খেলা শেষে ৩৫ জন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

১২ এপ্রিল শুক্রবার দিনব্যাপী ফুলবাড়ী উপজেলার উত্তর বড় ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব খেলা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী অনুষ্ঠানে প্রায় ২২ প্রকার গ্রামীণ খেলা অনুষ্ঠিত হয়। এরমধ্যে উল্লেখযোগ্য হাড়িভাঙ্গা, বালিশ খেলা, সুঁই সুতা, সাঁতার, তৈলাক্ত কলা গাছ বেয়ে চড়া, কৃষাণীদের বল ফেলা, বালিশ খেলা, যেমন খুশি তেমন সাঁজো, কৃষকদের স্লো সাইকেল খেলা, বেলুন ফাটানোসহ নানা রকমের খেলায় অংশ নেন বিভিন্ন বয়সের শতাধিক কৃষক-কৃষাণীরা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আইনুল ইসলাম, বিশিষ্ট সাংবাদিক শফি খান, রংপুর বিভাগীয় হিসাব রক্ষক সাইদুল হক, ফাইট আনটিল লাইট (ফুল)-এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের প্রমুখ।

খেলা দেখতে আসা ময়নাল হক বলেন, গ্রামে এসব খেলা দিন দিন হারিয়ে যাচ্ছে। প্রায় ১০-১৫ বছর পর গ্রামের অতীত খেলা দেখে খুবই আনন্দ পেলাম। সব চেয়ে বেশি ভালো লেগেছে কৃষকদের হাঁড়ি ভাঙা, সাইকেল খেলা দেখে। এছাড়া কৃষাণীদের সুই সুতা খেলা ও বালিশ খেলা ছিল বেশ আনন্দের।

কৃষক নুর ইসলাম বলেন, কৃষকদের নিয়ে এমন ব্যতিক্রমী আয়োজন সত্যি ভালো লেগেছে। আমরা এখানে শতাধিক কৃষক-কৃষানী আজকের খেলায় অংশ নিয়েছি।খুব ভালো লেগেছে।

‘ফুল’র নির্বাহী পরিচালক আব্দুল কাদের বলেন, ‘কৃষক হাসলে, বাংলাদেশ হাসে’ এ প্রতিপাদ্যকে ধারন করে দিনব্যাপী শতাধিক কৃষক-কৃষাণীদের নিয়ে প্রায় ২২টি খেলার আয়োজন করা হয়েছে। এ খেলার মাধ্যমে সমাজে বাল্যবিয়ে বন্ধে সচেতনতা বাড়াতে চেষ্টা করেছি। এছাড়া গ্রামীন ঐতিহ্যবাহী খেলাধুলা সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে এ খেলার আয়োজন করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত হিন্দু নারীর মরদেহ উদ্ধার
৩ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৩:৪৩



সংবাদ ছবি
গুঞ্জন নয়, এবার সত্যিই হঠাৎ কক্সবাজারে পিটার হাস!
৩ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২৯:২৪






সংবাদ ছবি
বকশীগঞ্জে সরকারি পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ
৩ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:১০:২৮