• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই ভাদ্র ১৪৩২ রাত ০৮:৩৫:৩১ (02-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাজাপুরে প্রতিপক্ষের হামলায় স্কুল ছাত্রীসহ আহত ২

২ জুন ২০২৪ সকাল ০৯:৫২:৫০

সংবাদ ছবি

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে প্রতিপক্ষের হামলায় উপজেলার নিজামিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মাধুরি আক্তার মরিয়ম ও তার বাবা আলমগীর হাওলাদার আহত হয়েছেন।

১ জুন শনিবার বিকেলে উপজেলার বড়ইয়া ইউনিয়নের নিজামিয়া বাজারে বাবা ও মেয়ের উপরে দুই দফা হামলা চালায় প্রতিপক্ষ দলের সদস্যরা।

আহত আলমগীর হাওলাদারের স্ত্রী নিপু বেগম বলেন, তার মেয়ে স্কুলের পরীক্ষা শেষে সরকারি টিকা নিতে গেলে স্থানীয় নিজামিয়া এলাকার আওলাদ হাওলাদার (৪৫), তার স্ত্রী ফজিলা আক্তার (৪০), ছেলে শাহারিয়া হাওলাদার (১৮) ও মেয়ে সাহারা আক্তার (১৪) মিলে হামলা চালায়।

পরে স্থানীয়রা তার মেয়েকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে। মেয়ের কথা শুনে তার স্বামী রাজাপুরে আসার পথে নিজামিয়া বাজারে বসে তাকে আওলাদ ও তার ছেলে শাহারিয়া লোকজন নিয়ে আটিকিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে নিয়ে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

আহত আলমগীর ও স্থানীয়রা বলেন, আওলাদ আমার ফুফাতো ভাইয়ের ছেলে। ওদের সাথে আমাদের দীর্ঘ দিন জায়গা জমি নিয়ে ঝামেলা চলে আসছে। এর আগেও আমার ছেলের সাথে ঝামেলা হয়। তার মামলা এখনো চলমান। এতদিন প্রায়ই হুমকি দিত আজ সুযোগ পেয়ে আমাদের উপরে হামলা করেছে। আওলাদ চিহ্নিত মাদক কারবারি। ওর নামে মাদকের অনেক অভিযোগ রয়েছে। ও বাইপাস খায়রুল মিরা হত্যা মামলার প্রধান আসামির দুলা ভাই।

এ ব্যাপারে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আতাউর রহমান বলেন, বিষয়টি শুনে তাদের অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
রাজধানীর মৌচাকে মসজিদে আগুন
২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৮:১০





সংবাদ ছবি
এলপি গ্যাসের দাম কমলো ৩ টাকা
২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০৩:০৭



সংবাদ ছবি
ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগে শুনানি বুধবার
২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৫৭:১৮