• ঢাকা
  • |
  • শনিবার ২১শে ভাদ্র ১৪৩২ রাত ১২:২৫:৩৪ (06-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নাজিরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

১৬ অক্টোবর ২০২৪ সকাল ০৯:০০:০৪

সংবাদ ছবি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট বাজারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৫ অক্টোবর মঙ্গলবার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিনের নেতৃত্বে নাজিরহাট এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করে।

এ সময় ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি পণ্যের ক্রয় ও বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ এবং মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙ্গিয়ে রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

অভিযানে দোকানে যথাযথ মূল্য তালিকা প্রদর্শন না করা এবং খাদ্যদ্রব্যের মোড়কের গায়ে উৎপাদনের তারিখ, প্যাকেটজাতকরণের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য স্পষ্টভাবে লিপিবদ্ধবিহীন খাদ্যদ্রব্য বিক্রয় করার অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে মোট ২৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ বিহীন প্রায় ৩০ কেজি দই, মিষ্টি ও ফিরনি জব্দ করে ধ্বংস করা হয়।

বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলরের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, বাজার পরিচালনা কমিটির সভাপতি, শিক্ষার্থী প্রতিনিধিবৃন্দ ও স্থানীয় জনসাধারণ।

অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন ফটিকছড়ি থানা পুলিশ, পৌরসভার কর্মচারীবৃন্দ এবং ভূমি অফিসের কর্মচারীবৃন্দ। পর্যায়ক্রমে সকল বাজার মনিটরিং এর আওতায় আসবে বলে জানান মেজবাহ উদ্দিন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
জাতীয় পার্টির কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ
৫ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:২৪:৪১






সংবাদ ছবি
বকশীগঞ্জে বিখ্যাত মহিষের টক দইয়ের হাট
৫ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪২:২৬

সংবাদ ছবি
নারায়নগঞ্জে ৫ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
৫ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২২:১৯