• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই ভাদ্র ১৪৩২ দুপুর ০১:৪১:৫৭ (01-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নরসিংদীতে সাড়ে ১২ কেজি গাঁজাসহ কারবারি আটক

৪ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২২:২০

সংবাদ ছবি

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পৌর শহরে অভিযান চালিয়ে মোশারফ হোসেন লিংক (৩৭) নামের একজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে সাড়ে ১২ কেজি গাঁজা উদ্ধার ও ১টি মাইক্রোবাস জব্দ করা হয়।

৩ ডিসেম্বর মঙ্গলবার সকালে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক তথ্যটি নিশ্চিত করেন। আটক মোশারফ হোসেন লিংক ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার দৌলতপুর গ্রামের মধ্যপাড়া মোল্লাবাড়ীর মৃত হারুন অর রশিদের ছেলে।

ওসি এমদাদুল হক জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নানের নির্দেশে নরসিংদী সদর থানা পুলিশ শহরের বিভিন্ন এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি রোধ এবং সমাজে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করা, চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টায় পুলিশের একটি দল শহরের ভেলানগর মাইক্রোস্ট্যান্ডের সামনে ঢাকা সিলেট মহাসড়কের পাশে অভিযান চালিয়ে মাইক্রোবাসসহ একজনকে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে ৯টি প্যাকেটের ভিতর থেকে সাড়ে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এসব মাদক সীমান্তবর্তী এলাকা হতে ক্রয় করে এনে দীর্ঘদিন ধরে কারবারিরা নরসিংদীসহ আশপাশের জেলায় বিক্রি করে আসছে। আদালতের মাধ্যমে আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
রাঙ্গুনিয়ায় ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান
১ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:০৪

সংবাদ ছবি
চট্টগ্রামে নকল বিড়ি জব্দ
১ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:২৫:০৯