• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে ভাদ্র ১৪৩২ বিকাল ০৫:২৫:১৯ (03-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

পঞ্চগড় চেম্বারের সভাপতি শরিফ-ট্রেজারার রুবেল

৪ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২০:৪৪

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে শরিফ উদ্দীন ও ট্রেজারার পদে শফিউজ্জামান রুবেল পাটোয়ারী নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র সহ সভাপতি পদে আবু হিরণ, সহ সভাপতি পদে আব্দুস সামাদ পুলক ও খলিলুর রহমান নির্বাচিত হয়েছেন।

৪ ডিসেম্বর বুধবার বিকেল ৫টায় পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির হলরুমে চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচনের নির্বাচন কমিশনার এবং পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি (পাবলিক প্রসিকিউটর) মির্জা নাজমুল ইসলাম কাজল এই কমিটি ঘোষণা করেন।

এর আগে সভাপতি, ট্রেজারার, সিনিয়র সহ সভাপতি ও সহ সভাপতি (২টি পদে) সহ ৫টি পদে শরিফ উদ্দীন, আবু হিরণ, আব্দুস সামাদ পুলক, খলিলুর রহমান ও শফিউজ্জামান রুবেল পাটোয়ারীসহ ৫ জন পরিচালক প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। এসময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ও ১২ জন পরিচালক তাদের সমর্থন করায় নির্বাচন কমিশন তাদেরকে বিনা প্রতিদন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

কমিটির অন্যান্য পরিচালকরা হলেন- রেজাউল করিম রেজা, সোহেল রানা মানিক, নুরুজ্জামান বাবু, এটিএম কামরুজ্জামান শাহানশাহ, আবুল কালাম আজাদ, শাহাদত হোসেন রঞ্জু, রায়হানুল আলম, নুর জামাল, হারুন উর রসিদ বাবু, হায়াতুন আলম, আবু দাউদ প্রধান ও রাওজুল কারিম। এদিকে, মঙ্গলবার ৩ ডিসেম্বর পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচনের ১৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে দুটি প্যানেলে ২৯ জন প্রার্থী অংশ নেন। এর মধ্যে শরীফ হোসেনের প্যানেলে ১৭ জন পরিচালকের মধ্যে ১২ জন এবং শাহানশাহ প্যানেলের ১১ জন প্রার্থীর মধ্যে ৫ জন নির্বাচিত হন। একজন প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেন। নির্বাচনে ১ হাজার ২০ জন ভোটারের মধ্যে ৯৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
বকশীগঞ্জে সরকারি পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ
৩ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:১০:২৮




সংবাদ ছবি
চীন অপ্রতিরোধ্য, কাউকে ভয় পাবে না: শি জিনপিং
৩ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:২১:১০