• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৭:২৬:০৮ (02-Sep-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বিদ্রোহীদের পুরোপুরি দখলে মংডু, টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ

১১ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২৮:০৪

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারে রাখাইন রাজ্য কিছুটা শান্ত থাকায় কক্সবাজারের টেকনাফ সীমান্তে গোলার বিকট শব্দ আসছে না দুদিন ধরে। ফলে সীমান্তে বসবাসকারীদের মাঝে ‘স্বস্তি’ ফিরেছে। তবে মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা মংডু শহর বিদ্রোহী আরাকান আর্মি পুরোপুরি দখলের নেওয়ার পর নিরাপত্তার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে উপজেলা প্রশাসন।

সরেজমিনে দেখা গেছে, টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া, নয়াপাড়া, শাহপরীর দ্বীপের লোকজন সীমান্তে লবণ চাষসহ নাফ নদের তীরে ঠেলা জালে মাছ ধরতে ব্যস্ত সময় পার করছেন। তবে নাফ নদে আগের মতো দেখা যায়নি জেলেদের নৌকা। এ ছাড়া মঙ্গলবার থেকে ১১ ডিসেম্বর বুধবার বিকাল পর্যন্ত মিয়ানমারের গোলাবারুদের কোনও বিকট শব্দ শোনেননি সীমান্তের বাসিন্দারা।

উপজেলা প্রশাসন বলছে, বাংলাদেশি জেলেসহ সব নৌযানকে মিয়ানমারের দিকে না যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে। সীমান্তে অনুপ্রবেশ রোধে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার রয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীন বলেন, ‘বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন এলাকা দখলে নিয়েছে আরাকান আর্মি। এতে নিরাপত্তার জন্য সীমান্তবর্তী মাছ শিকারে না যাওয়ার জন্য সাময়িকভাবে এই নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে সেন্টমার্টিনে পর্যটকের আগমনসহ দ্বীপবাসীদের জন্য ইমার্জেন্সি সাপ্লাইয়ের কিভাবে ঝুঁকিহীনভাবে নৌযান চলাচল করতে পারে সেজন্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার রয়েছে।’

রোহিঙ্গারা বলছেন, এবার জান্তা সরকারের সঙ্গে যুদ্ধের কথা বলে আরাকান আর্মির সেদেশে থাকা রোহিঙ্গাদের বিতাড়িত করার শঙ্কা রয়েছে। কারণ, কেউ রোহিঙ্গাদের জাতি হিসেবে স্বীকৃতি দিতে চায় না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
এলপি গ্যাসের দাম কমলো ৩ টাকা
২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০৩:০৭



সংবাদ ছবি
ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগে শুনানি বুধবার
২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৫৭:১৮


সংবাদ ছবি
নীলফামারীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিহত ১
২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:২৪:৫৯